তাওসিয়া তাবাস্সুম রায়া ( tawsia tabassum raya )

প্রথম পাতা » জীবনী » তাওসিয়া তাবাস্সুম রায়া ( tawsia tabassum raya )


তাওসিয়া তাবাস্সুম রায়া

তাওসিয়া তাবাস্সুম রায়া
ইউরোপিয়ন স্ট্যান্ডার্ড স্কুল (ESS), ধানমন্ডি শাখায় স্ট্যান্ডার্ড ফাইভ এর শিক্ষার্থী। জন্ম: ঢাকায়, ১৪ ফেব্রুয়ারি ২০১২। রায়া শৈশব হতেই পশুপাখি, প্রকৃতির প্রতি নিবিড় ভালোবাসা নিয়ে বেড়ে উঠছে। তার কল্পনায় খেলা করে সুন্দর সুন্দর সৃজনশীল ভাবনা। যা তার গল্পে ও আঁকা ছবিতে বাঙময় হয়ে উঠে। রায়ার পোষা বিড়াল লাইকা ও অন্যান্য পশুপাখীদের প্রতি তার অনেক মায়া ও ভালোবাসা ।

প্রকাশিত গ্রন্থ:

01. The Circle of Life (জীবনবৃত্ত) ২০২০ ০২. রঙতুলিতে গল্পকথা ২০২২

০৩. গল্পে গল্পে হাঁস ২০২৩

০৪. এ বছর তার অঙ্কিত ছবি ও কথায় রচিত হল “ছবি ও কথায় আনন্দ মেলায়”

তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত   “ছবি ও কথায় আনন্দ মেলায়”   গ্রন্থ থেকে সংকলিত।