নন্দিনী লুইজা ( nandini luija )

প্রথম পাতা » জীবনী » নন্দিনী লুইজা ( nandini luija )


নন্দিনী লুইজা

নন্দিনী লুইজা

ছোটবেলা থেকেই বইয়ের রাজ্যে বড় হওয়া। বুদ্ধি বয়স থেকে যখন খেলার সামগ্রী পেয়েছি বই। বই খাতা ছিল খেলার সামগ্রী। তাই বাবা মায়ের মুখে রূপকথার গল্প, বিজ্ঞান বিচিত্রের গল্প শুনতে শুনতে নিজেও মনে হয়েছে এ জগতের মানুষ। ছোটবেলায় ছোট ছোট ছড়া লিখতাম। শুধুই মাত্র খেলার ছলে সেই লেখাগুলো কাঁচা মনে রং ধরেছিল। যদি একটু কালির অক্ষরে প্রকাশ পেয়ে যায় ক্ষতি কি? এখনো লেখার লেখালেখির জগতে আঁতর ঘরে আছি। শিখছি, লিখছি রবারই শিশু শিক্ষার মতোই নিজেকে মনে হয় হয়তো সেটা হয়নি, তারপরও লিখতে তো মন চায় তাই লিখে যাই আপন মনে । কোন লেখায় কাল্পনিকভাবে লিখা হয় না। নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা, আশপাশে ঘটনা ঘুরছে তাই লিখে ফেলি । আগে কম লেখা হলেও এখন প্রতিদিন লেখালেখির চর্চা রয়েছে।

তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত   বন্ধ মনে কপাট লাগায় কে   গ্রন্থ থেকে সংকলিত।