শেখ সালাহ্উদ্দীন ( sheikh salahuddin )

প্রথম পাতা » জীবনী » শেখ সালাহ্উদ্দীন ( sheikh salahuddin )


শেখ সালাহ্উদ্দীন

শেখ সালাহ্উদ্দীন

জন্ম : ২৫ ডিসেম্বর, গোপালগঞ্জ ।

উচ্চপদস্থ এই সাবেক সেনা কর্মকর্তা পেশায় একজন চিকিৎসক। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে লায়ন্স আই হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে যোগ দেন বাংলাদেশ সেনাবাহিনীতে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিএসএমএমইউ থেকে তিনি যথাক্রমে এমপিএইচ ও এমএমএড ডিগ্রি অর্জন করেন। সুদীর্ঘ চাকুরিজীবনে সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দেশে-বিদেশে দায়িত্বপালন শেষে সম্প্রতি অবসর গ্রহণ করেছেন। স্কুল জীবন থেকেই তার লেখালেখির শুরু। লেখাপড়া, পেশা ও চাকুরিজনিত ব্যস্ততার কারণে দীর্ঘ সময় লেখালেখিতে তিনি অনিয়মিত ছিলেন। বর্তমানে অধিকাংশ জাতীয় পত্রিকাসহ বিভিন্ন শিশু-কিশোর পত্রপত্রিকায় নিয়মিত লিখছেন। তিনি বাংলাদেশ বেতার ও বিটিভি-র তালিকাভুক্ত গীতিকার। জীবনকে ভিন্ন ভিন্ন আঙ্গিকে দেখার সুযোগ পেয়েছেন বলে তার ছড়া, কবিতা ও গানে রয়েছে ভিন্ন স্বাদ ও বিষয়বৈচিত্র।

প্রকাশিত গ্রন্থ :

ফিরে এসো (কবিতা), কান নিয়েছে চিলে (ছড়া), সেলফি ভয়ংকর (ছড়া), প্রণয়ের দাগ (কবিতা), আলসেখানার মেয়ে (ছড়া), হিমঘরে যাওয়ার আগে (কবিতা), বর্ণমালা বক্ষে রাখা (ছড়া), বখাটে (ছড়া), দেশের ছবি (ছড়া)

তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত  বন্ধু করেই রেখো  গ্রন্থ থেকে সংকলিত।