আহমেদ ফরিদ ( ahmed forid )

প্রথম পাতা » জীবনী » আহমেদ ফরিদ ( ahmed forid )


 আহমেদ ফরিদ

আহমেদ ফরিদ, জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার নূরপুর গ্রামে। মাতা রুপবানু, পিতা নূর উদ্দীন আহমেদ। লেখাপড়া নূরপুর লাহাজুড়া প্রাইমারি স্কুল, গোকর্ণ এস ডব্লিউ হাই স্কুল, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে । পুত্র ফাইয়াজ নূর মিশু, নাফিস নূর মুগ্ধ এবং স্ত্রী ফারহানা আহমেদ শীলাকে নিয়ে ছোট্ট সংসার। নেশা বই পড়া আর লেখালিখি ।

তথ্যসূত্র : ২০২৫ সালে প্রকাশিত আহমেদ ফরিদ রচিত ‘’মেগালোপোলিস’’গ্রন্থ ।