আশিস দেব রায় ( ashis deb roy )
প্রথম পাতা » জীবনী » আশিস দেব রায় ( ashis deb roy )আশিস দেব রায়
বাংলাদেশ মিডিয়ার এই সময়ের একজন আলোচিত গীতিকার এবং সুরকার সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের বাদে আলিশা গ্রামে তার জন্ম ভাই বোনদের মধ্যে তৃতীয় তার পিতা ছিলেন শ্রীমঙ্গল অঞ্চলের তৎকালীন আওয়ামী লীগ নেতা এবং মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক স্বাধীনতা পরবর্তীতে তার পিতা কে আওয়ামী লীগের একটি মিটিং থেকে ফিরে আসার সময় দুষ্কৃতিকারীরা গুলি করে হত্যা করে উনার নাম ছিল গঙ্গেশ দেব রায় তিনি জীবদ্দশায় একজন সমাজকর্মী রাজনৈতিক নেতা এবং দানশীল ব্যক্তিত্ব ছিলেন তিনি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন গোপেন্দ্রগঞ্জ প্রাইমারি স্কুল বাজার সহ আরো অন্যান্য স্থাপনা পিতার রাজনৈতিক পথ অনুসরণ না করে ২০১২ সালে তার বোনের আবেদনের পরিপ্রেক্ষিতে পাড়ি জমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সেখান থেকেই সঙ্গীতের সাথে জড়িয়ে পড়েন তিনি পরিধি অনলাইন শপিং তার ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশ এবং তার পিতা গঙ্গেশ দেবরায় স্মৃতি পরিষদ গড়ে তোলেন যার সার্বিক দায়িত্বে আছেন বিশিষ্ট লেখক ও আইনজীবী তানজিনা ফেরদৌস ইতিমধ্যে এই গীতিকারের অনেক গান বাংলাদেশ মিডিয়াতে নিয়মিত প্রচার হচ্ছে এবং হয়েছে উল্লেখযোগ্য তার গানগুলো করেছেন ক্লোজআপ তারকা পুতুল সাজিয়া সুলতানা দিনাত জাহান মুন্নি হুমায়রা বসির রাজা বসির পূজা সরকার শিল্পী বিশ্বাস ক্লোজআপ তারকা সাব্বির জামান কণ্ঠশিল্পী ইউসুফ আহমেদ খান সারেগামা এবং মেরিল তারকা অবন্তি সিথি চ্যানেল আই চ্যাম্পিয়ন ঝিলিক চ্যানেল আই রানার্সআপ চৈতি মৎসুদ্দি মৌসুমী মিম মাজেদুর মানিক প্রমুখ উল্লেখ এ বছর এই গীতিকার এর আরো ২৪টি গানের কাজ চলছে গানগুলোর বেশিরভাগ সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক সান শায়খ রাজন সাহা সৈয়দ আলী রেজা মাকসামুল হুদা রজন খান সহ আরো নামক সংগীত পরিচালক গন তার কিছু উল্লেখযোগ্য গান হল সাদা কাগজে শিল্পী পুতুল আমি আকাশ ছুঁতে চাই মৌসুমী মিম আমি জনম জনম ধরে ভালোবেসে দিনাত জাহান মুন্নি ৫২ থেকে ৭১ শিল্পী মাজেদুর মানিক রাত বলে শিল্পী ঝিলিক মন বলে এসো আজ চাঁদ হয়ে যায় শিল্পী অবন্তি সিঁথি সহ অসংখ্য জনপ্রিয় গান ব্যক্তিগত জীবনে তিনি চাকুরীজীবী এবং এক সন্তানের জনক তার স্ত্রী নিউইয়র্কে সরকারি চাকরি করেন।