
সেলিম তালুকদার (Selim Talukdar)
প্রথম পাতা » জীবনী » সেলিম তালুকদার (Selim Talukdar)সেলিম তালুকদার,পিতা: খালেক তালুকদার মাতা: লাল বানু তালুকদার, গ্রাম- গরমা, ডাকঘরঃ কৈলং, উপজেলা: আটপাড়া, জেলা: নেত্রকোণা। কবি- গরমা গ্রামে উচ্চবিত্ত বর্নাঢ্য ধনী কৃষক পরিবারে জন্মগ্রহন করেন। বাবা একজন জ্ঞানী ও মাতব্বর হিসাবে পরিচিত ছিলেন। মা ছিলেন শান্ত-শিষ্ঠ্য, নম্র-ভদ্র একজন গৃহিনী। কবির ১০ ভাই, চার বোন, তিনি চতুর্থ। সংসার জীবনে তিনি বিবাহিত। এক সন্তানের জনক। ছেলে পড়াশুনা শেষ করে এ সি আই এ মার্কেটিং এ কর্মরত।
স্ত্রী ২০১৭ সালে ২৬ নম্বেবর মৃত্যু বরণ করেন। শিক্ষা জীবন: কৈলং সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম এবং তেলিগাতী উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পাশ করেন। তেলিগাতী ডিগ্রী কলেজ থেকে উচ্চ মধ্যমিক সমাপ্ত করে বিদেশ পাড়ি জমান। ১৯৯৪ সালে বিদেশ থেকে ফিরে ঢাকায় ব্যবসা শুরু করেন। ব্যবসায় সফলতা না পেয়ে চাকুরী জীবনে পা বাড়ান, গ্রামো ফার্মায় এরিয়া ম্যানেজার। গ্রামীন ফার্মায় জোনাল ম্যানেজার, ইন্টার ন্যাশনাল মেডিক্যাল কলেজে সুপার ভাইজার এবং রেনেসা কনসেপ্ট বাংলাদেশ লিঃ এ ব্রাঞ্চ ম্যানেজার পদে চাকুরী করেন। বর্তমান তিনি একজন পল্লী চিকিৎসক হিসেব কর্মরত।
লেখালেখির জীবন: স্কুল জীবন থেকেই লেখার অভ্যাস। অদ্যবধি লিখে যাচ্ছেন,”যন্ত্রণার প্রহর” তার প্রথম প্রকাশিত গ্রন্থ। ২০২৩ সালে কলম সৈনিক সাহিত্য পরিষদ তাকে সম্মাননা সনদ প্রদান করেন।
তথ্যসূত্রঃ ২০২৫ সালে প্রকাশিত সেলিম তালুকদার রচিত “যন্ত্রণার প্রহর”গ্রন্থ থেকে।