পলি আকতার (Poly Aktar)

প্রথম পাতা » জীবনী » পলি আকতার (Poly Aktar)


 পলি আক্তার

জন্ম জয়পুরহাট জেলার কালাই থানার মূলগ্রাম-এ। ভাই সবার বড় হলেও বাবা মারা যাবার পরেই গ্র্যাজুয়েশন শেষ করেই তিনি জব প্রফেশনের পাশাপাশি তার ক্রিয়েটিভ নানান কাজে ব্যস্ত হয়ে পড়েন।
তিনি এক যুগেরও বেশি কর্পোরেট জব-এ অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে জব করে চলছেন। তিনি আট বছার যাবৎ ব্যাংকিং প্রফেশনে সেই সাথে বর্তমানে তিনি বেঙ্গল ইসলামি লাইফ ইন্সুরেন্স এ ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে তিনি কর্মরত রয়েছেন। তিনি ছোটবেলা থেকেই স্কুল, কলেজ, ভার্সিটি এবং কর্মক্ষেত্রে প্রত্যেকটি সেক্টরেই ছিলেন শ্রেষ্ঠ পারফর্মার। সবাই তার অসংখ্য গুণাবলির কারণেই আলাদাভাবে মূল্যায়ন করেন। একই সাথে তিনি রয়েছেন একাধিক প্রফেশনে। একই মানুষের এতগুলো গুণ ও এত মেধা থাকতে পারে, তিনি এই গুণী লেখিকা । যিনি মানুষ হিসেবে অত্যন্ত মানবিক। যার প্রশংসায় কেউ তাকে মাল্টিট্যালেন্ট, হার্ডওয়ার্কার, অলরাউন্ডার এমন সুন্দর সুন্দর অসংখ্য নামে তাকে আখ্যায়িত করেন। তিনি পরিবারের সবার দায়িত্ব ক্যারি করেন নিখুঁতভাবে। পারিবারিক দায়িত্বগুলোর পাশাপাশি তিনি যেন নিজেকে গুছিয়ে চলছেন সুন্দরভাবে। তিনি এমবিএ শেষ করেছেন জবের পাশাপাশি। এক ভাই ও তিন বোনের মধ্যে তিনিই বড়। আমরা যদি সংগ্রামী জীবন দেখে থাকি তার জীবন অধ্যায় এ দেখতে হবে সেই গল্পগুলো। তিনি মমতাময়ী সদা ত্যাগী ও সৎ নিষ্ঠবান একজন নারী। মুহূর্তেই তার ভিতরে গল্প তৈরি হয়। তিনি অনায়াশে খুব সুন্দর লিখতে পারেন। লেখার জগতে তিনি প্রায়ই হারিয়ে যান। বিশ্বের দরবারে পৌঁছে দিতেন চান মানুষের গল্পকথা। তার প্রতিটি কাজই ভালোবেসে করা এবং কঠোর পরিশ্রম, মেধা যোগ্যতা ও ধৈর্যের মাধ্যমে নিজের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করে যাচ্ছেন একের পর এক।

তথ্যসূত্রঃ২০২৫ সালে প্রকাশিত পলি আক্তার রচিত “স্মৃতি ও ইতিকথা”গ্রন্থ থেকে।