খান বাহাদুর আব্দুল হাকিম

প্রথম পাতা » জীবনী » খান বাহাদুর আব্দুল হাকিম


খান বাহাদুর আব্দুল হাকিম

আব্দুল হাকিম খান বাহাদুর। পিতৃ প্রদত্ত নাম আব্দুল হাকিম। খান বাহাদুর উপাধি পেয়েছেন ভারত সরকার কর্তৃক। ছাত্র হিসেবে ছিলেন মেধাবী। মেধার পরিচয় রেখেছেন কর্মজীবনে এসেও। তিনি একাধারে একজন শিক্ষাবিদ, গবেষক, লেখক । ফ্রাঙ্কলিন বুক প্রোগ্রামসের অধীনে চার খণ্ডে প্রকাশিত ‘বাংলা বিশ্বকোষ সম্পাদনা করে খ্যাতি অর্জন করেন। শিক্ষা সংক্রান্ড্র ও স্কুল পাঠ্য বহু গ্রন্থের প্রণেতা তিনি। জন্ম ১৯০৫ খ্রিস্টাব্দের ২ ডিসেম্বর মানিকগঞ্জ জেলার হাজিগঞ্জ গ্রামে । ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক ও ঢাকা জগন্নাথ কলেজ থেকে প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করে আই. এ. পাস করেন। অতঃপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি। এ বিশ্ববিদ্যালয় থেকে বি.এ. অনার্স (অঙ্ক) ও এম.এ. (অঙ্ক) ডিগ্রি লাভ। উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। এরপর উচ্চ শিক্ষা লাভের জন্য ইংল্যান্ড গমন করেন। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কে বি.এ. অনার্স (১৯৩০) ও একই বিষয়ে এম.এ. (১৯৩৪) পাস করেন। করটিয়া সা’দত কলেজে ও কৃষ্ণনগর কলেজে কিছুকাল অধ্যাপনা করেন। অতঃপর সরকারের শিক্ষাবিভাগে চাকরিতে যোগদান করেন। সাবডিভিশনাল ও ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অব স্কুল, স্পেশাল অফিসার অব প্রাইমারি এডুকেশন, ডিভিশনাল ইন্সপেক্টর অব স্কুল, ইন্সপেক্টর জেনারেল অব প্রাইমারি এডুকেশন ইন বেঙ্গল, সহকারী ডিরেক্টর অব প্রাইমারি এডুকেশন ইন ইস্টবেঙ্গল, সহকারী ডিরেক্টর অব জেনারেল এডুকেশন ইন ইস্টবেঙ্গল, ডিরেক্টর অব এডুকেশন ডিপার্টমেন্ট ইন ইস্ট পাকিস্তান ইত্যাদি পদে দায়িত্ব পালন করেন। ১৯৫৯-এর ৩০ জুন চাকরি থেকে অবসর গ্রহণ করেন। প্রকাশিত গ্রন্থাবলী: আধুনিক শিক্ষক (১৯৩৯), গ্রামের উন্নতি (১৯৪০), শিশুর মন ও শিক্ষা (১৯৪৮), ভূগোল শিক্ষক (১৯৪৮), ইতিহাস শিক্ষক (১৯৪৮), সার্থক শিক্ষক (১৯৬০), পড়া ও লেখা শিখানো (১৯৬২), শিক্ষার সমন্বয় (১৯৬৩), বিংশ শতাব্দীর বিচিত্র উপাখ্যান (১৯৬৩)। ভারত সরকার কর্তৃক ১৯৪৪-এ খান বাহাদুর উপাধি এবং বাংলাদেশ সরকার কর্তৃক ১৯৮২-তে একুশে পদকে ভূষিত হন। মৃত্যু ঢাকা ১৪ জুন ১৯৮৫।