
ফারহানা রহমান মিষ্টি - (Farhana Rahman misty)
প্রথম পাতা » জীবনী » ফারহানা রহমান মিষ্টি - (Farhana Rahman misty)ফারহানা রহমান মিষ্টি
বাংলাদেশের রংপুর বিভাগের গাইবান্ধা জেলার জুমারবাড়ি গ্রামে এক সংস্কৃতিমনা পরিবারে জন্মগ্রহণ করেন। সাম্প্রতিক লেখকদের মধ্যে তিনি একজন অন্যতম লেখক। ছোটবেলা থেকেই সাহিত্যচর্চা করেন আর এ সাহিত্যচর্চার হাতেখড়ি তার বাবা। মা-বাবা দুজনই শিক্ষক বাবা আব্দুল হক মুকুল (প্রাক্তন প্রধান শিক্ষক জুমারবাড়ি হাই স্কুল, সাঘাটা, গাইবান্ধা), মা সুরাইয়া হক (সহকারী শিক্ষক, চান্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাঘাটা, গাইবান্ধা)। ছয় ভাইবোনের মধ্যে তিনি বড়। ব্যক্তি জীবনে তিনি বাংলাদেশ বিমান বাহিনীর একজন গর্বিত সদস্যের স্ত্রী এবং ত্রিরত্নের জননী। তিনি একাধারে একজন শিক্ষিক, কবি, লেখক ও সঞ্চালক। তিনি দেশ- বিদেশের বিভিন্ন পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে গল্প, কবিতা ও সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত লেখালেখি করেন। এই পর্যন্ত প্রকাশিত একক গ্রন্থ ৩টি, যৌথগ্রন্থের সংখ্যা ১০টিরও বেশি। এটি তার ২য় একক গ্রন্থ। তিনি স্যাটেলাইট চ্যানেল নেক্সাস টেলিভিশনের নেক্সাস লেডিস ক্লাবের একজন সক্রিয় সদস্য। বর্তমানে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজে প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান) পদে কর্মরত
আছেন।
তথ্যসূত্র : ২০২৫ সালে প্রকাশিত ফারহানা রহমান মিষ্টি রচিত ‘জীবন যাপনে’প্রবন্ধ