
শাহিনূর পারভীন (Sahinur parvin)
প্রথম পাতা » জীবনী » শাহিনূর পারভীন (Sahinur parvin)শাহিনূর পারভীন ১৯৮৫ সালের ৪ জুন নরসিংদীর মনোহরদী থানার কাঁচি কাটা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা- মো. আতাহার হোসাইন ও মাতা-সামসুন্নাহার। পেশায় একজন গৃহিণী। বাস্তব জীবনের মান-অভিমান, অভিযোগ, অনুযোগ, বাংলাদেশের মানুষের জীবন বৈচিত্র্য, সমসাময়িক অনিয়মের ধারাভাষ্য থেকেই লিখেন কবিতা।
২০২২ সাল থেকে তার লেখা ম্যাগাজিনসহ বিভিন্ন যৌথ বইয়ে প্রকাশ হতে থাকে। এ পর্যন্ত তার কবিতা, চিঠিসহ নানা দিকমুখী লেখা বিভিন্ন ম্যাগাজিন ও জাতীয় দৈনিক পত্রিকায় স্থান করে নেয়।
২০২৩ সালের অমর একুশে বই মেলায় প্রকাশিত হয় কাব্যগ্রন্থ ‘অন্তদর্শন’ ও যৌথ কাব্যগ্রন্থ ‘কবিতায় চতুষ্কোণ’।
তার প্রথম কাব্যগ্রন্থটি ঢাকা সাহিত্য পরিষদ থেকে জাতীয় পুরষ্কারে মনোনীত হয়। উৎসাহ পেয়ে নিয়মিতভাবে এখনো লিখে যাচ্ছেন তিনি ।
তথ্যসূত্র : ২০২৫ সালে প্রকাশিত শাহিনূর পারভীন রচিত ‘যে জীবন নির্জনতা চায় ’প্রবন্ধ ।