
হযরত সরেকুম মযরত (Hazrot Sorekum Mojrot)
প্রথম পাতা » জীবনী » হযরত সরেকুম মযরত (Hazrot Sorekum Mojrot)
হযরত সরেকুম মযরত
ফকির শাহ সুলতান আহম্মদ জালালী
আবির্ভাব: ২২ চৈত্র ১৩১৬ বাংলা, ০৫ এপ্রিল ১৯০৯ খ্রিস্টাব্দ,সোমবার ।
তিরোধান ২৮ অগ্রহায়ণ ১৪০১ বাংলা, ১৫ ডিসেম্বর ১৯৯৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার ।
উনার সহধর্মিণী: জমিলা খাতুন জালালী
আবির্ভাব ব: ৩ অগ্রহায়ণ ১৩৪০ বাংলা, ১৭ নভেম্বর ১৯৩৩ খ্রিস্টাব্দ, সোমবার ।
তিরোধান: ৩০ শ্রাবণ ১৩৯৭ বাংলা, ১৫ আগস্ট ১৯৯০ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার ।
ধর্ম আর অধর্ম উভয়ই মনের মধ্যে বিরাজ করে, কামনার তাড়নায় যখনই মন উদাসী পাখির মতো ঘুরিয়া বেড়ায় ইহাই অধর্ম। আর যখনই মন শান্ত ও স্বাধীনভাবে পতিত হয় তখনই আপন ছবি মনেতে ভাসিয়া উঠে ইহার নামই ধর্ম । যখনই ঐ মানুষ নিজের ছবি দেখিতে পায় তখনই সে সাধক কিংবা মুণি ঋষি আউলিয়া, আবদাল-গাউস-কুতুব নামে পরিগণিত হয়। মানুষের সৃষ্টি, উপাসনা এবং এবাদতের জন্য নয়। উপাসনা এবং এবাদত বন্দেগীর জন্য আল্লাহ ফেরেশতা সৃষ্টি করিয়াছেন । কিন্তু ইহাতে তিনি সন্তুষ্ট নন। তখনই মানবের সৃষ্টি হয়। ইহার ভেদ একমাত্র জানে মা’বুদ আর জানে জ্ঞানী ব্যক্তি ।
(হযরত সরেকুম মযরত ফকির শাহ্ সুলতান আহম্মদ জালালী)
তথ্যসূত্র : ২০২৫ সালে প্রকাশিত হযরত সরেকুম মযরত রচিত ‘শ্যাওলা’ প্রবন্ধ ।