
রাইয়ান জহির (Raiyan Zahir)
প্রথম পাতা » জীবনী » রাইয়ান জহির (Raiyan Zahir)
সাহিত্য ভুবনে রাইয়ান জহির এর পথচলা এক দশকেরও বেশি সময় ধরে। এই সময়ে দেশ বিদেশের বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে লেখালেখির পাশাপাশি সম্পাদনা করেছেন সাতবেলা, অফলাইন ও শৈল্পিক নামের ৩টি পাঠকপ্রিয় ম্যাগাজিন।
দুটো উপন্যাস, “তবুও স্বপ্ন দেখি’, “মায়াচক্র” এবং একটি একক গল্পগ্রন্থ “আক্ষেপ” সহ মোট প্রকাশিত বইয়ের সংখ্যা ৬টি। গল্প, কবিতা বা উপন্যাস যা-ই লিখেছেন বারবার চেষ্টা করেছেন সমাজে ইতিবাচক ভূমিকা রাখে এমন কিছু বার্তা রেখে যেতে। বই পড়া ও লেখার পাশাপাশি বই পড়ার অভ্যাস সারাদেশে ছড়িয়ে দিতে অপারেশনস লিড হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ রিডস নামক একটি সামাজিক সংগঠনের। যার মাধ্যমে দেশের প্রায় ৩৫টি জেলায়, প্রতি সপ্তাহে একদিন দুপুর থেকে সন্ধ্যা অবধি পার্কে বা কলেজ প্রাঙ্গণে নিয়মিত নীরবে বসে বই পড়া হয়।
১৯৮৮ সালের ৩০শে নভেম্বর কুমিল্লা জেলার, মেঘনা উপজেলার বালুচর গ্রামে জন্মগ্রহণ করা এই লেখক রসায়ন বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে জেষ্ঠ নির্বাহী হিসেবে কর্মরত আছেন একটি বহুজাতিক কোম্পানিতে।
তথ্যসূত্র : ২০২৫ সালে প্রকাশিত রাইয়ান জহির রচিত ‘আক্ষেপ ’প্রবন্ধ ।