
আহমেদ সৈয়দ শাহানুর (Ahmed Syed Shanoor)
প্রথম পাতা » জীবনী » আহমেদ সৈয়দ শাহানুর (Ahmed Syed Shanoor)আহমেদ সৈয়দ শাহানুর। জেলা সুনামগঞ্জ,জগন্নাথপুর উপজেলা, গ্রাম সৈয়দপুর (বুধরাইল)
বর্তমান ঠিকানা - লীডস যুক্তরাজ্য ১৯৭০ সালে তার জন্মগ্রহণ। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর সফর সঙ্গীর অন্যতম প্রধান আউলিয়া হযরত শামসুদ্দিন রহমতুল্লাহি এর বংশোদ্ভুত। পিতা সৈয়দ খালিদ মিয়া এবং মাতা সৈয়দা জমসি বিবি সর্বকনিষ্ঠ সন্তান তিনি। মদনমোহন কলেজ সিলেট থেকে বি পরবর্তীতে যুক্তরাজ্যেরcanterbury christ church university হতে travel and tourism এর উপরে উচ্চতর অধ্যায়ন করেন। প্রকাশিত বইয়ের সংখ্যা এ পর্যন্ত পনেরো টি।
তথ্যসূত্র : ২০২৫ সালে প্রকাশিত আহমেদ সৈয়দ শাহানুর রচিত ‘’লতায় লতায় পুষ্পা ’গ্রন্থ ।