
অন্ত মিলন (Anto Milon)
প্রথম পাতা » জীবনী » অন্ত মিলন (Anto Milon)
জীবন ও যৌবনের কবি অন্ত মিলন। ভালোবাসা এবং বিপ্লবকে নিজস্ব চেতনায় বেঁধে কবিতা’র এক ত্রিমাত্রিক শরীর গঠনে তার সীমাবদ্ধতার কথা জানান দিচ্ছেন পাঠক মহলে অহর্নিশ। মৌলবাদ, উগ্রবাদ ,পুঁজিবাদ, আমলাতন্ত্র ,পুরুষতন্ত্র, রাজনীতি, তার কবিতায় এক অকল্প নিয়ে মাত্রা যোগ করেছে। তিনি ভয়কে জয় করে ভালবাসার আপন আপাদমস্তক লিপিবদ্ধ করেছেন আঁধারে বসে। তিনি নিজেকে ভেঙেছেন বহুবার। একাধারে সৃষ্টি করে যাচ্ছেন উপন্যাস, গান, ছোট গল্প ও নাটক।
এ গেল সৃষ্টির কথা। বৃষ্টির পাশাপাশি অভিনয় করেছেন মঞ্চ ওটিভি নাটকে একাধিকবার, করেছেন মডেলিং। পেয়েছেন ভক্ত ও ভালোবাসা। তবুও তিনি বারান্দার ছুটে যান বেদনার কাছে। দুঃখের ভেতরে কানামাছি খেলতে খেলতে তিনি সৃষ্টি করেন তার প্রথম কাব্যগ্রন্থ - দুঃখের ভিতরে খেলছি কানামাছি (একুশে বইমেলা - ২০২৩) উপন্যাস - চন্দনপুর নগর এবং একজন শাহরিয়ার (একুশে বইমেলা - ২০২৪) কথা ও একটি পাথর নদী (২০০৮)
কথা ও একটি পাথর নদী উপন্যাসটি প্রতিক্রিয়াশীলদের অযৌক্তিক আন্দোলন ও ২৫৬২ আলেমসহ বিভিন্ন সংগঠনের বিবৃতি এবং কঠোর কর্মসূচির কারণে বাজেয়াপ্ত হয়। তবুও সাহসী কবি থেমে থাকেননি। ২০১৩ ২১ শে বইমেলায় আরো একটি কাব্যগ্রন্থ- ডাস্টবিনে একটি জারজ এবং একটি দাঁড় কাকের ঠোঁট নিয়ে পাঠকের মুখোমুখি হন। এরপর দীর্ঘ নয় বছর কবিতার নিখোঁজ পোস্টমর্টেম করে তিনি নিজের কবিতাকে নিয়ে গেছেন এক অন্যান্য উচ্চতায়। অতঃপর (একুশে বইমেলা ২০২৩) বের হয় তার সর্বাধিক বিকৃত কাব্যগ্রন্থ হৃদপিণ্ডের বনভোজন। তারপর কবিতা থেকে একটু দূরে গিয়ে আবারো রচনা করলেন একটি নারীবাদী উপন্যাস নয়রা(২০২৪), পাঠকের ভালোবাসায় একটি আলাদা জায়গা করে নেয় নায়রা।
এবার পাঠকের মুখোমুখি হলেন জীবন ও যৌবনের কবিতা চোখের ভেতরে নূহের প্লাবন নিয়ে। চোখের ভেতরে নূহের প্লাবন বেঁচে থাকুক প্রতিক্রিয়াশীল অশুভজনক গোষ্ঠীর মাঝে এক জলন্ত আগ্নেয়গিরি হয়ে হাজার বছর।
তথ্যসূত্র : ২০২৫ সালে প্রকাশিত অন্ত মিলন রচিত ‘’চোখের ভেতরে নূহের প্লাবন’গ্রন্থ ।