আহম্মদ হোসেন বাবু (Ahmed Hossain Babu)

প্রথম পাতা » জীবনী » আহম্মদ হোসেন বাবু (Ahmed Hossain Babu)


আহম্মদ হোসেন বাবু

আহম্মদ হোসেন বাবু
কবি, আবৃত্তিকার ও কথাসাহিত্যিক।
জন্ম ১৬ জুন ১৯৬১, দক্ষিণ দিনাজপুর, ভারত। মা: আমেনা বেগম, বাবা: মোঃ মহির উদ্দিন মণ্ডল। স্থায়ী নিবাস: নওগাঁর পত্নীতলার মামুদপুর গ্রাম। শিক্ষা: প্রাথমিক শিক্ষার প্রথম ধাপ দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার মির্জাপুর প্রাথমিক বিদ্যালয়ে। চতুর্থ শ্রেণি থেকে নওগাঁর নজিপুর প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক নজিপুর উচ্চ বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক নওগাঁ ডিগ্রি কলেজ এবং উচ্চ শিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ১৯৮২ ও মাস্টার্স ১৯৮৩ ।
পেশা ও প্রবাস জীবন: শুরুতে দেশে বাংলাদেশ সমবায় কলেজ, কোটবাড়ি, কুমিল্লায় প্রশিক্ষক হিসেবে এবং পরে বাংলাদেশ পল্লী উন্নয়ন সংস্থায় সহকারী পরিচালক (প্রশিক্ষণ) হিসেবে। পরে আমেরিকায় জীবন ও জীবিকার জন্য সুদীর্ঘ ২৭ বছর প্রবাসজীবন। বর্তমানে কবি দেশে অবস্থান করছেন।
জীবনসঙ্গী: আমেরিকা প্রবাসী সেলিনা আকতার তুহিন । সন্তান: আমেরিকা প্রবাসী ছেলে- তন্ময় আহমেদ স্বর্গ ও মেয়ে- তামান্না আহমেদ শান্তি।
প্রেরণা: আত্রাই নদী-জনপদের মানুষ ও প্রকৃতি, একাত্তরের মুক্তিযুদ্ধ, রাজশাহী বিশ্ববিদ্যালযের মতিহার আমেরিকার প্রবাস জীবনের ক্যাম্পাস আনন্দ-বেদনার দিন।

সংগঠন সংশ্লিষ্টতা: কলেজজীবনে উদয়ন সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠী, নজিপুর, নওগাঁয় প্রথম কবিতা ছাপা হয়; ‘কথারা’ নামে যৌথ উদ্যোগে লিটল ম্যাগাজিন প্রকাশ, ‘পূর্বাশা ক্লাবেও সংশ্লিষ্টতা, বিশ্ববিদ্যালয় জীবনে কবিতা সংগঠন শব্দায়ন ও স্বননের সঙ্গে পরে বাংলাদেশ রাইটার্স ক্লাবের সঙ্গে এবং প্রবাসজীবনে নিউইয়র্কের সাহিত্য একাডেমির সঙ্গে সংশ্লিষ্টতা সাহিত্য বিকাশে সহায়ক হয়েছে। প্রকাশিত কাব্যগ্রন্থ: ১৩ গ্রাফোসম্যান পাবলিকেশন, ঢাকা থেকে প্রকাশিত। কাব্যগ্রন্থগুলো- ১। জল দাও ভঙ্গিমা, ২। দাঁড়ালে না কথা ছিল, ৩। যুগল সমর্পণ, ৪। ভালোবাসি বলতে চাই, ৫। দেখা হয় যদি, ৬। নির্ভীক নোঙর, ৭। আত্মার আলো আত্রাই ৮। বৃক্ষ আমার বন্ধু, ৯। মগ্নচৈতন্যে বঙ্গবন্ধু, ১০। তারামৈত্রীর জন্যে সংসক্তি, ১১। মায়ের মায়া তোমার ছায়া, ১২। দোঁহা, ১৩। তবুও প্রণম্য তুমি। প্রকাশিত গল্পগ্রন্থ: কবি ছিলেন আমার মা-বাবা।

তথ্যসূত্র : ২০২৫ সালে প্রকাশিত আহম্মদ হোসেন বাবু রচিত ‘’তবুও প্রণম্য তুমি’ গ্রন্থ ।