
ইব্রাহিম খলিল শাওন (Ibrahim Khalil Shawon)
প্রথম পাতা » জীবনী » ইব্রাহিম খলিল শাওন (Ibrahim Khalil Shawon)ইব্রাহিম খলিল শাওন
২০০২ সালের ২১শে জুলাইয়ের বৃষ্টিমুখর দিনে জন্ম হয় ইব্রাহিম খলিল শাওনের। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শেখেরকান্দি গ্রামে। বাবা কাজী মো. মহসীন ছিলেন গ্রাম্য ডাক্তার এবং মা খালেদা বেগম গৃহিণী। তাঁদের আদরের একমাত্র ছেলে সে । শৈশব এবং কৈশোর দুটোই বেশ দুরন্তপনার মধ্যেই কেটেছে তার। কিন্তু দশম শ্রেণিতে পড়া অবস্থায় বাবা মারা যাওয়ার পর তার দুরন্তপনায় ভাটা পড়ে। উজানচর কে এন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাশ করে এখন স্কুল, কলেজের গণ্ডি পেরিয়ে পড়াশোনা করছে ভার্সিটিতে। পড়াশোনার পাশাপাশি লেখালেখি করেই সময় কাটে তার। তাছাড়া অবসরে বই পড়া এবং গিটার প্র্যাকটিস করতেও পছন্দ করে সে। তার লেখায় যেমন মনোজাগতিক বিষয় থাকে ঠিক তেমনি ফুটে ওঠে অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। সে প্রতিবাদের ছাপ ফুটে উঠেছিল জুলাই আন্দো- লনেও। সায়েন্স ফিকশন ‘মস্তিষ্ক চুরি’ এবং কাব্যগ্রন্থ ‘হৃদয়ের যত কথা’ তার প্রথম দিককার লেখা বই। আমৃত্যু লিখে যাওয়ার ইচ্ছে আছে তার । তার আরও একটি ইচ্ছে হচ্ছে- ‘একদিন নিজের লেখা শখানেক বই বগলগাদা করে ভ্রমণে বের হয়ে সবার মাঝে বিলি করা।’
তথ্যসূত্র, ২০২৫ সালে প্রকাশিত ইব্রাহিম খলিল শাওন রচিত রক্তঝরা জুলাই ” গ্ৰন্থ