শাহ আলম (Shah Alam)

প্রথম পাতা » জীবনী » শাহ আলম (Shah Alam)


শাহ আলম

শাহ আলম একজন পরোপকারী ও সৃজনশীল মানুষ। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন যুগ্মসচিব। তিনি একাধারে একজন সফল শিক্ষাবিদ ও একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। তাঁর মেধা, কর্মদক্ষতা, সৃজনশীলতা ও সহমর্মিতা সবাইকে মুগ্ধ করে। তিনি সবসময় দেশ এবং জনগণের কল্যাণে নিজেকে নিবেদিত করেছেন।
ষড়ঋতুর এই বৈচিত্র্যময় সুজলা, সুফলা, শস্য-শ্যামলা গ্রাম বাংলার নিভৃত পল্লী থেকে তিনি উঠে এসেছেন। কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আড্ডা গ্রামে ১৯৬৬ সালের ডিসেম্বর মাসে আঃ করিম মুন্সী বাড়িতে জন্মগ্রহণ করেন। বাবা মরহুম মোঃ আবদুল কাদির এলাকার একজন সহজ সরল মানুষ হিসেবে পরিচিত। পেশায় শিক্ষকতা করতেন। সিলেট, চট্টগ্রাম সহ নিজ এলাকার বিভিন্ন মাদ্রাসায় এবং সর্বশেষ নিজ প্রতিষ্ঠিত নরিন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। মা মোসাঃ শাফিয়া খাতুন একজন গৃহিণী। তাঁর (লেখক) নিজ গ্রাম আড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবনের হাতেখড়ি হয়। মাধ্যমিক শিক্ষা ছোটতুলাগাঁও উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত এবং পেরপেটি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮২ সালে বিজ্ঞান বিভাগ থেকে প্রথম বিভাগে এসএসসি পাস করেন। পয়ালগাছা ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। ইসলামী বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাস থেকে ব্যবস্থাপনা বিষয়ে বিবিএস (অনার্স) ডিগ্রি কৃতিত্বের সাথে অর্জন করেন। অতঃপর ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে এমবিএস (ব্যবস্থাপনা) ডিগ্রিও কৃতিত্বের সাথে অর্জন করেন।
১৪’শ বিসিএস এর মাধ্যমে তিনি সরকারি কর্মজীবন শুরু করেন। প্রায় ২৩ বছরের উপরে শিক্ষকতা জীবনে বহু ছাত্র-ছাত্রীর জীবনে আলোকবর্তিকা হিসেবে কাজ করেছেন। সৃষ্টি করেছেন অসংখ্য ক্যাডার অফিসার, ব্যাংকার, পুলিশ কর্মকর্তা এবং কর্পোরেট লেভেলের উর্ধ্বতন কর্মকর্তা। যারা বর্তমানে দেশের উন্নয়নে বিরাট ভূমিকা পালন করছেন। শিক্ষক হিসেবে উনি শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করেছেন। চট্টগ্রাম সিটি কলেজ থেকে শিক্ষকতা শুরু করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিষয়ের সহযোগী অধ্যাপকের

তথ্যসূত্র : ২০২৫ সালে প্রকাশিত শাহ আলম রচিত ‘’পরিশ্রমের সফলতা’ গ্রন্থ ।