
শেখ মনিরুজ্জামান (শাওন) (Shekh Monirujzaman Shawon)
প্রথম পাতা » জীবনী » শেখ মনিরুজ্জামান (শাওন) (Shekh Monirujzaman Shawon)শেখ মনিরুজ্জামান (শাওন)
১৩-০৯-১৯৮২ সালে ঢাকার নয়াটোলা, মগবাজারে জন্মগ্রহণ করেন। পিতা- শেখ আবু জাফর আহম্মেদ। মাতা- মনোয়ারা বেগম। স্ত্রী- তানিয়া আক্তার। কবির পৈতৃক নিবাস ঢাকার দোহারে।
পড়ালেখা: বিকম, এলএলবি, এলএল এম । পেশাগত জীবন:
পেশাগত জীবনে তিনি একজন আইনজীবী। দীর্ঘ ১৫ বছর তিনি অপরাধ আইন, আয়কর আইন, ভ্যাট আইন, কোম্পানি আইন বিষয়ে সেবা দিয়ে যাচ্ছেন।
ব্যক্তিগত জীবন : পারিবারিক জীবনে তিনি দুই কন্যার জনক । প্রথম কন্যা- শেখ রাইসা আবিয়্যাত । দ্বিতীয় কন্যা- শেখ আরজা মালিয়্যাত রাহা।
তিনি খেলতে ও আড্ডা দিতে ভালোবাসেন। এছাড়াও তিনি ভ্রমণ পিপাসু। ইতিমধ্যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত ভ্রমণ করেছেন। সাহিত্যচর্চা:
লেখালেখি করছেন বেশ কিছু দিন যাবৎ। যে সমুদ্রে আগুন জ্বলে তার প্রথম একক কাব্যগ্রন্থ।
তথ্যসূত্র : ২০২৫ সালে প্রকাশিত শেখ মনিরুজ্জামান রচিত ‘’যে সমুদ্রে আগুন জ্বলে’ গ্রন্থ ।