
বিলকিস সুলতানা ( Bilkis Sultana)
প্রথম পাতা » জীবনী » বিলকিস সুলতানা ( Bilkis Sultana)কবি ও লেখিকা বিলকিস সুলতানা রীনা ১৯৭১ সালের পহেলা জানুয়ারি চাঁদপুর জেলার মতলব (উত্তর) উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং স্থায়ীভাবে ঢাকার নাখালপাড়ায় বাঁধভাঙ্গা আনন্দে শৈশব কৈশোর সহ জীবনের দীর্ঘ সময় অতিবাহিত করেন। বাবা মৃত সরদার মোহাম্মদ মোহসিন (ইঞ্জিনিয়ার) বাংলাদেশ অক্সিজেন লিমিটেড, তেজগাঁও, ঢাকায় কর্মজীবন শেষ করেন ও মা গৃহিণী।
চার বোন ও তিন ভাই স্ব-স্ব ক্ষেত্রে সু - প্রতিষ্ঠিত। ১৯৮৬ সালে নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এসএসসি, ১৯৮৮ সালে বি এ এফ শাহীন কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইডেন মহিলা কলেজ থেকে ১৯৯২-৯৩ ব্যাচ প্রাণী বিদ্যায় স্নাতক (সম্মান) দ্বিতীয় শ্রেণিতে ১৩ তম স্থান ও মৎস্য বিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রিতে দ্বিতীয় শ্রেণিতে চতুর্থ স্থান লাভ করেন। তিনি কর্মজীবন শুরু করে ১৯৯৫ সালে সিনিয়র শিক্ষিকা হিসেবে রোজবার্ড স্কুলে, গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন সিরাজগঞ্জে মৎস্য অফিসার হিসেবে ২০০১ সাল পর্যন্ত কাজ করেন এবং পরবর্তীতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কর্মরত থেকে ২০২২ সালে চাকরিতে ইস্তেফা দিয়ে বর্তমানে লেখালেখির কাজে ব্যস্ত ।
স্বামী- মোহাম্মদ হুমায়ুন কবীর ও এক মাত্র পুত্র মোবাশ্বিরাহ কবীর রিদমকে নিয়ে আশুলিয়ার প্রফেসর হাউসে বসবাস করছেন। ভ্রমণ কাহিনী, বদলে যাওয়ার সমাজ, নারীর প্রতি বৈষম্য ও নারীর মূল বৈশিষ্ট্যের উপর লিখতে বেশ স্বাচ্ছন্দ্য পান। তাহার প্রকাশিত একক কাব্যগ্রন্থ- গেদি, খুঁজে শুধু নোলক, উদাস মন কা’বার পথে। যৌথ কাব্যগ্রন্থ- শব্দের প্রতিবিম্ব, কবিতা সংকলন (এপার বাংলা- ওপার বাংলার মেলবন্ধন), তুমি আমার না হওয়া সেই প্রিয় মানুষ, শরতের শুভ্রতায়, গন বিস্ফোরণের ৩৬ দিন, আমরা তোমাদের ভুলবো না। অমর একুশে বইমেলায় “দু”-প্রজন্ম ও তাদের তুলনামূলক জীবনী “প্রকাশের অপেক্ষায়।
তথ্যসূত্র : ২০২৫ সালে প্রকাশিত বিলকিস সুলতানা রীনা রচিত ‘’উদাস মন কা’বার পথে’ গ্রন্থ।