সাহানা সুলতানা (Shahana Sultana)

প্রথম পাতা » জীবনী » সাহানা সুলতানা (Shahana Sultana)


<br কবি “সাহানা সুলতান” , পিতা- জনাব আকবর আলী একজন ব্যবসায়ী। মাতা- নাসিমা বেগম একজন গৃহিনী। জন্ম ১৯৭৪ সালের ১৩ মার্চ। পুরান ঢাকার নারিন্দা এলাকায়। শান্ত স্বভাবের সাহানা চার ভাইবোনের মধ্যে সবার বড়। ছোট দুই ভাইয়ের একজন শওকত তাইওয়ানের ব্যবসায়ী। ছোট ভাই কাওসার আলীও ব্যবসায়ী। ছোট বোন রুনা খান স্বামীর সংসারে সুখেই আছেন। বাল্যকাল থেকে সাহানা যৌথ পরিবারে বড় হয়ে ওঠেন। শিক্ষাজীবন শুরু হয় ওয়ারী উচ্চ বিদ্যালয়ে। পরবর্তীতে টিকাটুলিস্থ শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ে ভর্তি হন। ১৯৯০ সালে ঐ স্কুল থেকে এসএসসি পাশ করেন। পরবর্তীতে সেন্ট্রাল উইমেন্স কলেজ ভর্তি হন। সেখান থেকে ১৯৯২ সালে এইচএসসি এবং ১৯৯৪ সালে বিএসসি পাশ করেন। পড়াশোনার অধিক আগ্রহ থাকা সত্বেও বিয়ের পিড়িতে বসতে হয় সাহানাকে। পুরান ঢাকার বংশাল নিবাসী জনাব সেলিম সাহেবের (ব্যবসায়ী) সাথে ১৯৯৫ সালে সাহানার বিয়ে হয় । সংসার সন্তান নিয়ে ব্যস্ত থাকতেন, তিন সন্তানের জননী সাহানা। তার বড় ছেলে মো. আমিন শয়ন, ছোট ছেলে মো. আলিম নয়ন এবং আদরের মেয়ে সুমাইয়া, শিক্ষানবীশ। ২০১৯ সাল থেকে সংসার সন্তানের যত্নের পাশাপাশি কবি সাহানা নানা সামাজিক কার্মকান্ড ও নারী উদ্যোক্তাদের সাথে নিজেকে জড়িয়ে ফেলেন। তিনি অনলাইনে, অফলাইনে, পোষাক ও হোমমেড ফুড নিয়ে কাজ করেন। ছোটবেলা থেকেই লেখালেখির ঝোক ছিলো সাহানার। বর্তমানে তিনি একজন নিয়মিত লেখিকা ও কবি। নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা প্রকাশ করেন। অসংখ্য যৌথ কাব্যগ্রন্থে, ম্যাগাজিনে, পত্রিকায় তার কবিতা ছাপা হয়। কলকাতার প্রয়াস পত্রিকায় তার কবিতা ছাপা হয়েছে।
তিনিএকজন রন্ধনশিল্পী। পারিবারিকভাবে শিক্ষা নেয়া এ শিল্পকে তিনি ধারণ করেছেন। পুরান ঢাকার আদি খাবার নিয়ে কাজ করছেন। বিভিন্ন সময়ে তার রান্নার প্রোগ্রাম বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হয়। হৃদয়ে পতাকা ২ মার্চ’ নামক জাতীয় ভিত্তিক একটি সামাজিক সংগঠনের সভাপতি তিনি। ২ মার্চকে, জাতীয় পাতাকা দিবস রাষ্ট্রীয়ভাবে ঘোষণার দাবীতে তার সংগঠন কাজ করে যাচ্ছে। এছাড়াও সামাজিক কর্মকান্ডে সাহানা সবসময় এগিয়ে আসেন। ব্লাড ডোনার খুঁজে দিতে তিনি কাজ করেন। তাছাড়া বিভিন্ন সামাজিক ও সাহিত্যিক জগতের সংগঠনের গুরু দায়িত্বে আছেন। সাহানা ভালো বক্তা এবং একজন বাচিকশিল্পীও বটে। বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে সমাজ বিনির্মাণে বিভিন্ন সভা সেনিনারে জোরালো বক্তব্য পেশ করেন। একজন আলোকিত নারী হিসেবে ওষুধ গ্রুপ ও জাগো নারী ফাউন্ডেশন কর্তৃক আলোকিত নারী ২০২৪ এর সম্মাননা পেয়েছেন। একজন সফল স্বার্থক নারী হিসেবে পথচলা খুব সহজ ছিল না। পুরান ঢাকার আদি কালচারে বেড়ে ওঠা এক নারী সাহানা, জীবনের নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে আজ একজন সামাজসেবী, সংগঠক ও নারী উদ্যোক্তা। সর্বোপরি একটি সামাজিক সংগঠন ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ এর সভাপতি এবং জাতীয় পর্যায়ে ইতিহাসের দাবি নিয়ে এগিয়ে চলা এক নারী। একজন বন্ধুবৎসলা নারী নেতৃত্ব দিতে সক্ষম। নারী জীবনের নানা বিষয় নিয়ে বিভিন্ন সময়ে টকশোতে উপস্থিত হয়ে নিজেকে উপস্থাপন করে যাচ্ছেন এই সাহানা। ইট-পাথরে ঢাকা পুরান ঢাকার অলিগলি থেকে উঠে আসা একজন সার্থক আলোকিত নারী হিসেবে সাহানা সুলতানা (সাহানা সেলিম) এক উজ্জ্বল দৃষ্টান্ত ।

তথ্যসূত্র : ২০২৫ সালে প্রকাশিত সাহানা সুলতানা রচিত ‘’বিলম্বিত প্রহরে’ গ্রন্থ।