এম কে আহম্মেদ উজ্জ্বল (MK Ahmmod Ujjol)

প্রথম পাতা » জীবনী » এম কে আহম্মেদ উজ্জ্বল (MK Ahmmod Ujjol)


এম কে আহম্মেদ উজ্জ্বল ১৯৬৭ সালে ঢাকার সাভারে জন্মগ্রহণ করেন । তিনি রাজশাহী ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন। সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি কানাডার
মন্ট্রিয়লে বসবাস করেন। তিনি দুই সন্তানের জনক । ভ্রমণ, লেখালেখি, বই পড়া ও গান শোনা তাঁর শখ ।
তথ্যসূত্র : ২০২৫ সালে প্রকাশিত আহম্মেদ উজ্জ্বল রচিত ‘’মহামারী উত্তর পৃথিবীর জন্য দশটি শিক্ষা’ গ্রন্থ।