
দিলরূবা জ্যাসমিন(Dilruba Jasmin)
প্রথম পাতা » জীবনী » দিলরূবা জ্যাসমিন(Dilruba Jasmin)
দিলরূবা জ্যাসমিন
পোষাকী নাম বেগম আকতার দিলরূবা খানম কবিতা দিয়ে যাত্রা শুরু— তারপর কবিতার নিকোনো উঠোন পেরিয়ে কখনোবা গল্পের অনুগল্পের বুনন…. সিঁড়ি পেরিয়ে ওভারব্রীজে এসে প্রবন্ধের মহড়া…. আবার পত্রপোন্যাস বা, আত্মজীবনীমূলক উপন্যাসের সাতকাহন আবার দেখা যায় স্মৃতিগন্ধে ভরপুর এক স্মৃতিময় ক্যানভাসে পরিভ্রমণ…
আসলে সত্যি কথা বলতে কি সাহিত্যের সব শাখাতেই মোটামুটি বিচরণ তাঁর- এককথায় বলা যায়—
‘যে রাঁধে সে চুলও বাঁধে’ বা, আর একটু অন্য আঙ্গিকে না হয় বলি- একই অঙ্গে কত রূপ! সর্বজয়া হয়েই এগিয়ে চলছেন তিনি….
নেই কোনো প্রাপ্তি আর প্রত্যাশার মোহময়তা- নিরলসভাবে সাহিত্যচর্চা করে যাচ্ছেন…
‘স্বপ্ন এবং আমি’… হলো উপন্যাস
তাঁর অন্যান্য গ্রন্থগুলো হচ্ছে যথাক্রমে কাব্যগ্রন্থঃ সুখেরা আমার দুঃখেরা আমার, যায় দিন একাকী, বিকেলে ভোরের ফুল, নির্বাচিত কবিতা ত্রয়ী, শ্রাবণ সন্ধ্যা, জোনাকি দুপুর, জল জোছনা;
প্রবন্ধগ্রন্থ-অন্বেষা; গল্পগ্রন্থ-আকাশলীনা; অণুগল্পগ্রন্থ- নিসর্গ বিলাস; উপন্যাস (পত্রকথা বা, পত্রপোন্যাস)-পদ্ম পাতায় শিশির, নীল জোছনায় কালো গোলাপ; স্মৃতিকথা- রোদেলা; উপন্যাস (আত্মজীবনীমূলক) তবুও ছুঁয়ে যায়…।
তিনি পেশাগত জীবনে বাংলা ভাষা ও সাহিত্যের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান।
এছাড়া অনলাইন পত্রিকা বিডিমিরর ৭১.কম-এর নির্বাহী সম্পাদক এবং ভোলার আঞ্চলিক পত্রিকা ‘দৈনিক অমৃতালোক’-এর নির্বাহী সম্পাদক।
১৯৮৯ইং সালে শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক কবিতায় পুরস্কার প্রাপ্তি ।
২০০২ইং সালে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কলেজ পর্যায়ে) নির্বাচিত (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক)।
তথ্যসূত্র : ২০২৫ সালে প্রকাশিত দিলরূবা জ্যাসমিন রচিত ‘’স্বপ্ন এবং আমি’ ’গ্রন্থ ।