
ফারজানা ইসলাম (Farzana Islam)
প্রথম পাতা » জীবনী » ফারজানা ইসলাম (Farzana Islam)ফারজানা ইসলাম জন্ম- রাজশাহী শিক্ষা- এমএসসি
শখ- লেখালেখি ও মানবিক কাজ
ছবি আঁকা, দেশ-বিদেশে ঘুরে বেড়ানো।
তিনি একজন সফল উদ্যোক্তা, সমাজসেবক ও শিক্ষানুরাগী।
তিনি স্কুল জীবন থেকেই লেখালেখি ও নানা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি একটি স্কুল ও একটি নার্সিং কলেজের পরিচালক ও প্রতিষ্ঠাতা। সমাজের যেখানেই মানবিক বিপর্যয় ঘটে, সেখানেই তার কোমল হাত প্রসারিত হয়। সদা হাস্যোজ্বল ফারজানার স্বপ্ন ও প্রত্যাশা দেশের খেটে খাওয়া অসহায় মানুষ ভালো থাকুক।
তথ্যসূত্র : ২০২৫ সালে প্রকাশিত ফারজানা ইসলাম রচিত ‘’আমার চোখে বাংলাদেশ’’গ্রন্থ ।