মোহাম্মদ আবুল বাসার লিটন
প্রথম পাতা » জীবনী » মোহাম্মদ আবুল বাসার লিটনমোহাম্মদ আবুল বাসার লিটন জন্ম ১৯৭৩, পুরান ঢাকায়। শৈশবের একটা বড় অংশ কেটেছে ঢাকায়, কিছুটা সময় নানী বাড়ি বিক্রমপুরের গোপালপুরে। মধ্যবিত্তের টানাপড়েন আর দুঃখ-কষ্ট দেখে দেখে বেড়ে ওঠা। জীবনের শুরুতেই ইচ্ছেয় অনিচ্ছেয় মুখোমুখি হয়েছেন বিচিত্র অভিজ্ঞতার, কাহিনির । নবাবপুর স্কুল থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে এইচএসসি শেষ করে ঈগলের মতো যৌবন নিয়ে পড়াশোনার জন্যে অস্ট্রেলিয়া-সেখানে বারো বছর। ভ্রমণ, বিচিত্র মানুষ দেখার আকাংখা আর ততোধিক বিচিত্র অভিজ্ঞতা নেয়ার প্রতি রয়েছে জন্ম-জন্মান্তরের লোভ। এই লোভ তাঁকে করেছে লোভাতুর, টেনে নিয়ে গেছে যত্রতত্র । এক যুগে ভ্রমণ করেছেন অর্ধেক পৃথিবী। অস্ট্রেলিয়ার পাঠ চুকিয়ে স্থায়ীভাবে বসবাসের জন্য বেছে নেন মধ্য ইউরোপের ছবির মতো দেশ চেক রিপাবলিককে। স্ত্রী পেট্রা, পুত্র রায়ানকে নিয়ে চেক-সুইজারল্যান্ড ন্যাশনাল পার্কের কাছে ইরিকভ নামের এক স্বর্গ উদ্যানে সুখের সংসার। অবসরে ভ্রমণ, বই পড়া, গান শোনা, রান্না করা আর শখের বাগান করাকে ভীষণ উপভোগ করেন। পেশা হিসেবে পুরোদস্তুর ব্যবসায়ী। ব্যবসা, সংসার কিংবা জীবনযাপন সবক্ষেত্রে সার্বক্ষণিক ছায়া হিসেবে স্ত্রী’র সঙ্গ আর উপস্থিতি তাকে স্বস্তি দেয়। জীবনকে চা পান করার মতো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে পারার দুর্দান্ত দুঃসাহস রাখেন এই লেখক।প্রকাশিত গ্রন্থ : প্রেমের দ্বীপ তাহিতি (২০১৮)।
তথ্যসূত্র:. ২০২৩ সালে প্রকাশিত ’শাওয়ার অব মেমোরি’ গ্রন্থ থেকে সংকলিত।