আফরিনা আফরোজ চৌধুরী (Afrina Afroze Chowdhury)

প্রথম পাতা » জীবনী » আফরিনা আফরোজ চৌধুরী (Afrina Afroze Chowdhury)


 আফরিনা আফরোজ চৌধুরী

লেখক চট্টগ্রাম নেভাল বেইজ-এ জন্মগ্রহণ করলেও বেড়ে ওঠেন ঢাকায়। একটি পুত্রসন্তানসহ বর্তমানে উত্তরাতে বসবাস করছেন। শৈশবে মায়ের ঘুড়ের পায়ে নিয়ে মায়ের কাছে নাচের হাতে খড়ি। মা হাসিনা পারভীন খান মুক্তা (মরহুম) বহু প্রতিভার অধিকারিনী ছিলেন। বাবা সালাউদ্দিন চৌধুরী বিশিষ্ট সংগীত শিল্পী।
লেখক চতুর্থ শ্রেণিতে পড়াকালীন হুমায়ুন কবীর (প্রয়াত) স্যারের “জাগো আর্ট সেন্টার”-এ ১ম বর্ষে ভর্তি হন। পাশাপাশি, বেণুকা ও নজরুল একাডেমি মগবাজার শাখায়ও শিখেছেন।
তিনি যেসব গুরুর কাছে শিখেছেন তাদের মধ্যে জাগো আর্টের- হুমায়ুন কবীর (মরহুম), রুপা আপা, রামকান্ত সিং, বেলায়েত হোসেন ঝন্টু । নজরুল একাডেমির বাচ্চু স্যার। এছাড়াও রয়েছেন- একুশে পদক প্রাপ্ত গোলাম মোস্তফা স্যার এবং তার মেয়ে শাওন। তিনি ১৯৯২ সালে মাধ্যমিক, ১৯৯৪ সালে উচ্চ মাধ্যমিক, ১৯৯৫ সালে বিশ্ব-ভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন বি.মিউজ এবং কথাকলি শাস্ত্রীয় নৃত্যে বি.মিউজ ও এম.মিউজ করে পরবর্তীতে ২০০২ সালে দেশে ফিরে আসেন। উল্লেখ্য, এম. মিউজ-এ স্কলারশিপ পেয়েছেন।
কর্মস্থল : “শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’তে ২০০৭ সালে বাংলাদেশে প্রথম নৃত্যে-লেকচারার পদে যুক্ত হয়, ২০১০ সালে অনেক কাঠখড় পোড়ানোর পর নৃত্যে অনার্স ও মাস্টার্স শুরু করেন। তিনি সাবেক বিভাগীয় প্রধান। বর্তমানে সহকারি অধ্যাপক হিসেবে কর্মরত।
ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে- উচ্চশিক্ষিত নৃত্যশিল্পী তৈরি করা এবং নৃত্যশিল্পীদের নামের আগে সম্মানিত কথাটি যুক্ত করা।
নতুন প্রজন্মের কাছে তাঁর ম্যাসেজ- ‘আমি জীবনের সব ছেড়ে দিয়েছি নাচের জন্য, কখনও আপোষ করিনি …. ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই- ভালো মানুষ আগে হতে হবে, তারপর বিষয় ভিত্তিক দক্ষতা অর্জন করতে হবে। এরপর মাঠে নামতে হবে। অজ্ঞতার স্থান কোথাও নেই।

তথ্যসূত্র : ২০২৫ সালে প্রকাশিত আফরিনা আফরোজ চৌধুরী রচিত ‘’বাংলাদেশের কথাকলি নৃত্র্চাচ’’গ্রন্থ ।