
শাহানী রাজীব ( Shahani Rajib )
প্রথম পাতা » জীবনী » শাহানী রাজীব ( Shahani Rajib )“আমি রাজ; কালো একটি ছেলে। হলুদ পাঞ্জাবি পরে রাতের পর রাত রাস্তায় ঘুরি। ইঞ্জিনিয়ারিং পড়েছি কোনো সেমিষ্টারে বই না কিনে। বই কেনার টাকায় কিনেছি গল্পের বই। ঘরের দেওয়ালে রঙিন কালি দিয়ে কবিতা লিখি। কাগজে- ক্যানভাসে ছবি আঁকতে ইচ্ছা করে না বলে শার্টে গেঞ্জিতে ছবি আঁকি। সারাদিন হাতে রুবিক্স কিউবি ঘুরাই। ভুত ভালো লাগলেও অদ্ভুত কিছু ভালো লাগে না বলে মাথায় পতাকা বেঁধে ম্যাজিক দেখিয়ে বেড়াই। রাজত্ব বিসর্জন দিয়ে নাগরিক ঢাকা শহরে আহত সাদা ঘোড়া নিয়ে খুঁজে চলেছি জাদুর প্রদীপ।”
নিজের সম্পর্কে এভাবেই বলেন শাহানী রাজীব। কাজ করেন আকিজ গ্রুপে প্রজেক্ট ম্যানেজার হিসাবে। ঊনচল্লিশ রকম কলা জানা এই পলিম্যাথের সংগ্রহে রয়েছে হাজারখানেক রুবিক্স কিউব। পাঁচ শতাধিক পেপার কাপ এবং ম্যাচবক্স। লেখালেখির পাশাপাশি সমান তালে ম্যাজিকের চর্চা করছেন ছেলেবেলা থেকেই। প্রথম ম্যাজিক শো করেন দ্বিতীয় ক্লাসে থাকাকালীন সময়ে স্কুলের ক্রীড়া অনুষ্ঠানে। বিটিভি, এটিএন বাংলা, বাংলা ভিশন ছাড়াও পারফর্ম করেছেন কয়েকটি অনলাইন টিভি চ্যানেলে। পুরস্কার ও সম্মাননা
দিগন্ত সাহিত্য পুরস্কার - ২০২০
এশিয়া বুক অব রেকর্ডস - ২০২১
ওয়ার্ড ওয়াইড বুক অব রেকর্ডস - ২০২১
সেরা প্রবন্ধ উপস্থাপক - ২০২২
ওয়ার্ল্ড আইকন অ্যাওয়ার্ড - ২০২২
তথ্যসূত্র : ২০২৫ সালে প্রকাশিত শাহানী রাজীব ‘’তাসের হাতসাফাই’’গ্রন্থ ।