
শামীমা লাভলী(Shamima Lovely)
প্রথম পাতা » জীবনী » শামীমা লাভলী(Shamima Lovely)
শামীমা লাভলীর জন্ম ঢাকায়। বেড়ে ওঠাও এই শহরে। ভিকারুন নিসা নুন স্কুল ও কলেজ থেকে যথাক্রমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। বেসরকারী প্রতিষ্ঠানে দীর্ঘ ২২ বছর যাবত মানবসম্পদ উন্নয়ন বিভাগে কর্মরত আছেন। ছোটবেলা থেকে বই পড়া ভীষণ রকম পছন্দের। জীবনের ব্যস্ততায় জীবনের অনেক কিছুতেই পরিবর্তন আসলেও বই পড়ার অভ্যাসটি বদলায়নি আজও ।
তথ্যসূত্র : ২০২৫ সালে প্রকাশিত শামীমা লাভলী রচিত ‘’ অশ্রুজলে জারুল ’’গ্রন্থ ।