কবির হুমায়ূন (জীবনী)

প্রথম পাতা » জীবনী » কবির হুমায়ূন (জীবনী)


কবির হুমায়ূন
১৯৬৮ সালের পহেলা জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক কন্যা সন্তানের জনক। পিতা- বীর মুক্তিযোদ্ধা মোঃ হায়দার আলী। মাতা- রেজিয়া খাতুন। কবির হুমায়ূন বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি ও প্রাণিসম্পদ বিভাগ হতে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। তিনি বর্তমানে বাঞ্ছারামপুরে প্রাণিসম্পদ দপ্তরে উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। কবিতা ছাড়াও তিনি অনেক গল্প এবং ছড়া লিখে থাকেন। তিনি বাংলা সাহিত্যসহ বিশ্ব সাহিত্যের প্রচুর বই পড়েন। তিনি খুব আড্ডাপ্রিয় মানুষ। লেখালেখির পাশাপাশি তিনি ভালো ছবি আঁকেন। এটি তাঁর ৮ম কাব্যগ্রন্থ ও নবম প্রকাশিত গ্রন্থ । প্রকাশিত গল্পগ্রন্থ ‘আবির রাঙা প্রেম’ । তাঁর প্রতিটি বই পাঠকপ্রিয়তা লাভ করেছে । পূর্বের কাব্যগ্রন্থগুলোর মতো আশা করি ‘প্রেমচোখের নোঙরে কাব্যগ্রন্থটি পাঠকদের কাব্যপিপাসা কিছুটা হলেও মেটাতে সক্ষম হবে।