হরেন্দ্রনাথ বসু(Horendronath Bashu)

প্রথম পাতা » জীবনী » হরেন্দ্রনাথ বসু(Horendronath Bashu)


হরেন্দ্রনাথ বসু

হরেন্দ্রনাথ বসু মাগুরা জেলায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে এম. এ. ডিগ্রী অর্জন করেন। ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ থেকে বি.এড., জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি থেকে ম্যানেজমেন্টে ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেন। প্রকল্প পরিকল্পনা, উন্নয়ন ও ব্যবস্থাপনার উপর উচ্চতর ডিপ্লোমা (PPDM) ডিগ্রিও অর্জন করেছেন। তিনি সরকারি চাকরিতে গণগ্রন্থাগার অধিদপ্তরে পরিচালক পদে কর্মরত ছিলেন। ইতোপূর্বে তিনি ঢাকা আহমদ বাওয়ানী একাডেমি, বাংলাদেশ জাতীয় গ্রন্থ কেন্দ্র এবং সড়ক ও জনপদ অধিদপ্তরে চাকরি করেছেন। তিনি জাপান, ইংল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভূটান, নেদারল্যান্ডসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন ।
শিক্ষানুরাগী ও সংস্কৃতি মননের উজ্জ্বল ব্যক্তি হরেন্দ্রনাথ বসু। লেখালেখির হাতেখড়ি ছাত্রাবস্থা থেকেই। সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা থেকে তিনি লিখে চলেছেন গল্প-প্রবন্ধ ও গবেষণাধর্মী গ্রন্থ । ইতোমধ্যে তার অনেক লেখা বিভিন্ন পত্র-পত্রিকা ও সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালিন তিনি কৈশোর বয়সে ছিলেন। সে সময়ের বিভিন্ন ঘটনা প্রবাহের স্মৃতি তাঁকে আজও আলোড়িত করে। সেই প্রেক্ষিতে তিনি স্মৃতি রোমন্থন করে অনেক প্রবন্ধও লিখেছেন। পাঠাভ্যাস গঠন, জ্ঞানচর্চা, গবেষণা ও গ্রন্থাগার প্রতিষ্ঠার কাজে সহায়তাসহ গ্রন্থাগার পরিচালনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন ।
তাঁর প্রকাশিত গ্রন্থসমূহঃ

(১) বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
(২) ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব

(৩) বঙ্গবন্ধু ও স্বাধীনতা

(৪) রাষ্ট্রভাষা আন্দোলন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
(৫) একুশে প্রবন্ধ সংকলন
(৬) ছোটদের ভাষা আন্দোলন
(৭) জাতির পিতা, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ
(৮) বঙ্গবন্ধু (৯) জন্মশতবর্ষে বঙ্গবন্ধু
(১০) মুজিববর্ষের শতভাবনা

(১১) শ্রেষ্ঠ ৫ বাঙালি বিজ্ঞানী

তথ্যসূত্র: .২০২২ সালে প্রকাশিত   ’জাতির পিতা  শৈশব ও ছাএজীবন’  গ্রন্থ থেকে সংকলিত।