সৈয়দ নূরুদ্দিন(জীবনী)

প্রথম পাতা » জীবনী » সৈয়দ নূরুদ্দিন(জীবনী)


সৈয়দ নূরুদ্দিন

সৈয়দ নুরুদ্দিন-এর জন্য ১৯২৩ খ্রিস্টাব্দে কিশোরগঞ্জের ধীরেশ্বর গ্রামে। তিনি ছিলেন কবি সাংবাদিক। ১৯৪৫-এ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এম.এ. পাস করেন। ১৯৪৫- এ কলকাতা থেকে প্রকাশিত ‘ইত্তেহাদ’ (১৯৪৫) পত্রিকায় সাংবাদিকতায় যোগদান করেন। দেশ বিভাগের পর ঢাকা আগমন করে প্রথমে ‘আজাদ’ (১৯৩৬) ও পরে ‘পাকিস্তান অবজারভার’ ১৯৪৯-এর বার্তা সম্পাদক এবং ১৯৫১-১৯৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত ‘সংবাদ’-এ প্রথম বার্তা সম্পাদক, পরে যুগ সম্পাদকরূপে দায়িত্ব পালন করেন। ১৯৬০-এ সাংবাদিকতা ত্যাগ করেন। ১৯৬০- ১৯৭২ পর্যন্ত কৃষি উন্নয়ন সংস্থার জনসংযোগ বিভাগের বাংলাদেশ দূতাবাসের তথ্য উপদেষ্টার দায়িত্ব পালন করেন। ১৯৮০ তে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ ও পুনরায় সংবাদ- এ যোগদান করেন। এ পর্যায়ে এ পত্রিকায় পরিচালনার দায়িত্ব লাভ করেন। চল্লিশ ও পঞ্চাশের দশকে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত তাঁর কবিতা পাঠকের মনযোগ আকর্ষণ করে। প্রগাঢ় জ্ঞান ও পাণ্ডিত্যের অধিকারী সৈয়দ নূরুদ্দিন সমাজতান্ত্রিক চিন্তার অধিকারী ছিলেন। এদেশের একজন প্রথম সারির সাংবাদিক হিসেবে তাঁর যথেষ্ট খ্যাতি রয়েছে। সাংবাদিকতায় অবদান রাখায় একুশে পদক (মরণোত্তর) ১৯৮৩ লাভ করেন। তাঁর মৃত্যু ২৩.১.১৯৮১।