মোশাররাত লায়লা লাবনী(জীবনী)
প্রথম পাতা » জীবনী » মোশাররাত লায়লা লাবনী(জীবনী)
মোশাররাত লায়লা লাবনী। জন্ম ১ জুলাই। বাবা মরহুম মোদাব্বের হোসেন, মা আসমা বেগম। স্কুল, কলেজে কৃতিত্বের সঙ্গে পড়াশোনা শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইডেন মহিলা কলেজ থেকে ২০০৩ সালে হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর। এরপর চাকরিজীবনে প্রবেশ করে বেশ কয়েকটি প্রতিষ্ঠিত দেশীয় ও আন্তর্জাতিক বেসরকারি প্রতিষ্ঠানে দক্ষতা ও সাফল্যের সঙ্গে কাজ করেছেন। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে কোজিটো মার্কেটিং সলিউশন (২০০৬-২০০৮), সার্ভিস সলিউশন প্রাইভেট লিমিটেড (২০০৮-২০১০), সিমেক্স সিমেন্ট বাংলাদেশ লিমিটেড (২০১০-২০১৩) এবং সর্বশেষ জার্মান ভিত্তিক একটি আর্থিক প্রতিষ্ঠানে ২০১৩ সাল থেকে দেশত্যাগ (ফেব্রুয়ারি ২০২০) পর্যন্ত কাজ করেছেন। ছাত্রজীবন থেকে লেখালেখি, সঙ্গীত চর্চা আর সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। পারিবারিক আবহ থেকে প্রগতিশীল চিন্তাচেতনার সঙ্গে নিজেকে সমর্পিত করেছেন। বিশ্বাস করেন মৌলবাদ জঙ্গিবাদ মুক্ত অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের। গণজাগরণ মঞ্চের সঙ্গে সম্পৃক্ত থাকায় বিভিন্ন সময় ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীর দ্বারা হুমকি পেয়েছেন তবু মাথা নত করেন নি নিজের বিশ্বাস থেকে। ব্যক্তিগত জীবনে বিবাহিত। শখ দেশভ্রমণ, গান শোনা, বইপড়া আর লেখালেখি করা। স্বামী খাইরুল আলম, দুই পুত্র সন্তান কায়সান আলম লস্কর, আবুল হাসান লস্করকেও নিজের মতো বড় করে তুলতে চান ।