হুমায়ুন কবীর হিমু (জীবনী)

প্রথম পাতা » জীবনী » হুমায়ুন কবীর হিমু (জীবনী)


 হুমায়ুন কবীর হিমু

জন্ম ৯ নভেম্বর, ১৯৭৫ সালে পুরান ঢাকার গনকটুলীতে। তার গ্রামের বাড়ি নীলফামারী জেলার জলঢাকা উপজেলায়। বর্তমানে ঢাকার মিরপুরের পশ্চিম মনিপুরের বাসিন্দা। ঢাকা কলেজ থেকে পড়াশুনা শেষ করে বর্তমানে বাংলাদেশের একটি স্বনামধন্য ইলেকট্রনিক্স কোম্পানিতে কর্মরত। লেখালেখির শুরু সেই কলেজ জীবন থেকে। কলেজে থাকা অবস্থায় স্থানীয় পত্রিকায় লেখালেখি করতেন। সেই সময়েই তিনি লিখেছিলেন, উপন্যাসটির নাম ছিল ‘চন্দনের খোলা ডায়েরি’। উপন্যাসটি তখন বেশ প্রসংশিত হয়েছিল। তাছাড়া বেশ কয়েকটি ছোটোগল্পও তিনি লিখেছেন। যা বন্ধুমহলে প্রশংসা পেয়েছে। গত পাঁচটি বইমেলায় জাতীয়ভাবে তাঁর সাতটি উপন্যাস যথাক্রমে : ভালোবাসায় লোডশেডিং, ভালোবাসায় বজ্রপাত, একজন মতি মাস্টার, ভালোবাসায় নিম্নচাপ, রাত্রির সাতকাহন, কবি, বসন্ত বিলাস প্রকাশ হয় । তাঁর লেখা সাতটি উপন্যাসেই পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। তার লেখার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে, তিনি অত্যন্ত সহজ-সরল ভাষায় লিখতে ভালোবাসেন।