তালুকদার মুহিবুল

প্রথম পাতা » জীবনী » তালুকদার মুহিবুল


 তালুকদার মুহিবুল

তালুকদার মুহিবুল বৃহত্তর ফরিদপুর বর্তমানে শরিয়তপুর জেলার গোসাইরহাট থানার হাটুরিয়ায় ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন। পিতা হাসান আলী তালুকদার ছিলেন পেশায় একজন শিক্ষক। তিনি তৎকালে কলকতায় শিক্ষকতা করতেন। লেখক একটি শিক্ষিত ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। মাতা মোছাম্মৎ আনোয়ারা বেগম গৃহিনী হলেও শিক্ষার প্রতি ছিলেন ভীষণ অনুরাগী। তিনি ছেলেমেয়েদের শিক্ষার প্রতি বিশেষ যত্নশীল ছিলেন এবং সবাইকে উচ্চশিক্ষায় শিক্ষিত করায় উদ্যোগী হন। লেখক শিক্ষিত ও সাহিত্যমনা পরিবারের সদস্য হওয়ায় শৈশব থেকেই তিনি কবিতা, গল্প, উপন্যাস, ইতিহাস ও বিশ্বের কালজয়ী রচনা পাঠের সুযোগ পান। সেই থেকেই তাঁর মনে লেখনি শক্তির উভ্যুদয় ঘটে।
স্কুল ও কলেজ জীবন থেকেই তালুকদার মুহিবুল কবিতা, ছোটগল্প ও নাটিকা লেখায় মনোযোগী হোন এবং তাঁর বিভিন্ন লেখা নানা সময়ে পত্রিকা ও ম্যাগাজিনে ছাপানো হয়। তিনি দীর্ঘ সময় ধরে নিজের ভেতরে কবিত্ব ও সাহিত্য প্রতিভা লালন করে আসছিলেন। তাঁর লেখা প্রথম বই আকারে প্রকাশিত হয় ১৯৮৪ সালে, সে সময়ের আলোচিত প্রকাশনা সংস্থা গ্লোব পাবলিকেশন্স থেকে। এরপর কবিতার বই ‘তবুও প্রতীক্ষায়’ ১৯৯৫ সালে সেবা পাবলিশার্স থেকে প্রকাশিত হয়। এরপর থেকে তিনি নিয়মিত লিখতে থাকেন ।
বর্ণাঢ্য কর্মজীবনে লেখক ছিলেন বিভিন্ন পেশায় নিয়োজিত এবং নানা জনপদ ও লোকের সাথে পরিচিত হওয়ার মধ্য দিয়ে মানুষের বৈচিত্র্যময় জীবন সম্পর্কে জানার সুযোগ পান । সর্বশেষ তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর লেখালেখির প্রতি পূর্ণ মনোযোগী হন। লেখকের প্রিয় শখ বইপড়া, কবিতা লেখা, ভ্রমণ বিশেষ গ্রামীন জনপদ, জীবনযাত্রা, ঐতিহাসিক স্থান ও দর্শনীয় নানা জায়গা ঘুরে ঘুরে লেখক শিক্ষার নানা অনুষঙ্গ খুঁজে পান। সাহিত্য ও শিক্ষার প্রতি বিশেষ অনুরাগী  ।

তথ্যসূত্র:  ২০২০  সালে প্রকাশিত ‘বঙ্গবন্ধুর  স্বাধীনতা ঘোষণায় স্বাধীন বাংলাদেশ’  গ্রন্থ থেকে সংকলিত।