ইসলাম মুহাম্মদ তৌহিদ

প্রথম পাতা » জীবনী » ইসলাম মুহাম্মদ তৌহিদ


 ইসলাম মুহাম্মদ তৌহিদ

ইসলাম মুহাম্মদ তৌহিদ  একজন সক্রিয় মানবাধিকারকর্মী। তিনি রংপুর জেলাধীন পীরগঞ্জ উপজেলার (মাদারগঞ্জ) হাসানপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তৌহিদ নামেই তিনি সমধিক পরিচিত। আলহাজ নুরুজ্জামান মাস্টার এবং জিন্নাতুন নেছা তাঁর জনক-জননী । ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ৩৪তম বিসিএস (নন-ক্যাডার) থেকে তিনি প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে নিয়োজিত আছেন। ০৮ এপ্রিল তাঁর জন্মদিন। ‘দীর্ঘশ্বাসের পাণ্ডুলিপি’ তাঁর প্রকাশিত প্রথম একক কাব্যগ্রন্থ। সম্পাদিত গ্রন্থের মধ্যে ‘সুখ-দুঃখের ব্যাকরণ’ বিশেষ উল্লেখযোগ্য। দেশ, মুক্তিযুদ্ধ, মানবিক জীবনবোধ ও প্রকৃতিপ্রেম তাঁর কবিতার মূল উপজীব্য।


তথ্যসূত্র: .২০২৩ সালে প্রকাশিত ‘বেদনার ক্যানভাসে বিষাদের ছবি’ গ্রন্থ থেকে সংকলিত।