বিলকিস আরা বেগম (জীবনী)

প্রথম পাতা » জীবনী » বিলকিস আরা বেগম (জীবনী)


 বিলকিস আরা বেগম

বীর মুক্তিযোদ্ধা শহিদ রেজাউল করিম মানিক বীর প্রতীক ছিলেন বিলকিস আরা বেগমের বড় ভাই, বন্ধু ও খেলার সাথি। লেখিকার জন্ম রাজশাহীতে, ১৯৫২ সালে। বেড়ে ওঠা, পড়াশোনা ঢাকাতেই। স্নাতক করেছেন ইডেন মহিলা কলেজ থেকে । স্বামী প্রয়াত স্থপতি মো. মোস্তাফিজুর রহমানও ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। বুয়েটের ছাত্র থাকা অবস্থায় তিনি মুক্তিযুদ্ধে যোগ দিয়ে ৭ নম্বর সেক্টরে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছেন। স্থপতি হিসেবেও পেয়েছেন অনেক প্রশংসা ও সম্মাননা । লেখিকার একমাত্র কন্যা তানিয়া মুস্তাফিজ বাংলাদেশ ব্যাংকের ডিজিএম। জামাতা মো. জোবায়ের হাসনাৎ বাংলাদেশ সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে কর্মরত। কন্যা, জামাতা ও দুই নাতি-নাতনিকে নিয়ে সুখে-দুঃখে তাঁর সময় কেটে যাচ্ছে।

তথ্যসূত্র: .২০২৩ সালে প্রকাশিত  ‘মানিকের রক্তস্নাত স্বাধীনতা’ গ্রন্থ থেকে সংকলিত।