অসীম চন্দ্র পাল(জীবনী)

প্রথম পাতা » জীবনী » অসীম চন্দ্র পাল(জীবনী)


 অসীম চন্দ্র পাল

অসীম চন্দ্র পাল জন্ম : ১৯৮৩ সালের ৪ ফেব্রুয়ারি। জন্মস্থান : সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার অন্তর্গত তেলিগাঁও নামক গ্রামে। পিতা : মহেশ চন্দ্র পাল মাতা : স্বর্গীয়া নালন্দা রানি পাল পড়াশোনা : এমএসএস (রাষ্ট্রবিজ্ঞান)। তিনি রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংক লিমিটেড- এ কর্মরত আছেন। ব্যাংকিং পেশার পাশাপাশি তিনি একজন প্রগতিশীল, নিবেদিতপ্রাণ কবি ও গল্পকার। তিনি পাঠক সমাজে নিসর্গের কবি নামে অধিক পরিচিত। শৈশব আর কৈশোর কেটেছে প্রকৃতির অপার সান্নিধ্য ও তার অসাধারণ রূপ-বৈচিত্র্যের প্রাকৃতিক লীলাভূমিতে। তাঁর প্রাত্যাহিক জীবনের একটি বেশিরভাগ সময় জুড়ে ছিল মেঘালয়ের বুকে ভেসে বেড়ানো নিরুদ্দেশ মেঘেদের সাথে অপার্থিব মিতালি ও মোহনীয় প্রণয়। স্বপ্নে তিনি বিচরণ করেন মায়াবী পাটলাইয়ের মন কেড়ে নেয়া সীমাহীন সবুজে, হারিয়ে যান শৈশবের ঘুঘুডাকা নীরব দুপুরের নষ্টালজিয়ায়। আবার যেন হেমন্ত আসে— অমর একুশে বইমেলা ২০২৩ উপলক্ষ্যে প্রকাশিত তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ ।

তথ্যসূত্র .২০২৩ সালে প্রকাশিত আবার যেন হেমন্ত আসে গ্রন্থ থেকে সংকলিত।