মুনিরা খোরশেদ ভূঁইয়া(জীবনী)
প্রথম পাতা » জীবনী » মুনিরা খোরশেদ ভূঁইয়া(জীবনী)
লেখক পরিচিতি ধ্রুবতারা কাব্যগ্রন্থের লেখক মুনিরা খোরশেদ ভূঁইয়া। তিনি লেখালেখি করেন “মুনিরা” নামে। তিনি জন্মগ্রহণ করেছেন ঢাকা জেলায়। শৈশব কেটেছে বংশাই নদীর তীর ঘেঁষা একটি গ্রামের সুজলা সুফলা শস্যশ্যামলা ছায়াবীথি ঘেরা নীড়ে। গোলাভরা ধান, পুকুরভরা মাছ, গোয়ালভরা গরু আর খেলার সাথীদের সাথে দুরন্তপনায় আর পরিবারের স্নেহ-আদর ভালোবাসায়। খুব ছোটোবেলা থেকে ভাবুক প্রকৃতি মন লেখালেখির প্রতি অনুরাগ থাকায় প্রাণিবিদ্যা বিভাগে সুযোগ পেয়েও তিনি ভর্তি হয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে। এ বিশ্ববিদ্যালয় থেকেই তিনি অনার্স ও মাস্টার্স ডিগ্রী লাভ করেন । বিভিন্ন পত্রিকা ও দেয়ালিকায় তাঁর একাধিক সৃজনশীল লেখা প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি মানিকগঞ্জ রাজিবপুর আদর্শ ডিগ্রি কলেজে ইংরেজি বিভাগে সিনিয়র প্রভাষক।হিসেবে কর্মরত রয়েছে।
লেখকের অন্যান্য বই
১ । প্ৰবন্ধ
: বাবার চিঠি
২। কাব্যগ্রন্থ : ছুঁয়ে দিলে মন
৩ । উপন্যাস : প্রিয়তমেষু
তথ্যসূত্র: ২০২২ সালে প্রকাশিত ধ্রুবতারা গ্রন্থ থেকে সংকলিত।