মামুন চৌধুরী(জীবনী)

প্রথম পাতা » জীবনী » মামুন চৌধুরী(জীবনী)


 মামুন চৌধুরী

মামুন চৌধুরী ,জন্ম : ৩০ মে ১৯৮২ জন্মস্থান: ঢাকা সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ঝিনাইদহ কে. সি. কলেজ থেকে উচ্চ-মাধ্যমিক,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান থেকে স্নাতক সম্মান স্নাতকোত্তর।ও পড়ালেখার পাশাপাশি বিতর্ক করেছেন, বিতর্ক শিখিয়েছেন, স্বাধীনভাবে বিতর্ক করার প্লাটফর্ম তৈরি করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন স্বেচ্ছায় রক্তাদাতাদের সংগঠনের।রূপালী ব্যাংক লিমিটেড-এ কর্মরত। ‘প্রগাঢ় ভালোবাসার গল্পো’ তার প্রথম কাব্য!

তথ্যসূত্র .২০২৩ সালে প্রকাশিত  ‘প্রগাঢ় ভালোবাসার গল্পো’ তার প্রথম কাব্য  গ্রন্থ থেকে সংকলিত।