ইদ্রিস আশরাফী

প্রথম পাতা » জীবনী » ইদ্রিস আশরাফী


ইদ্রিস আশরাফী

ইদ্রিস আশরাফী   ১৯৬৪ সালের ৮ অক্টোবর সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন চৌধুয়ার গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতার নাম মরহুম ময়দান আলী এবং মাতার নাম মরহুমা বেগম কচিরুন নেছা। দুই ভাই এবং পাঁচ বোনসহ মোট সাত ভাই- বোনের মধ্যে তিনি তৃতীয়। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন পাঁচলিয়া বদরুল আলম বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে তিনি ১৯৮০ সালে এসএসসি পাশ করেন। অতঃপর ১৯৮২ সালে তিনি চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত তাঁর বড় ভাই জনাব মোঃ সোলায়মান-এর কাছে চলে যান। অবশেষে একটি অস্থায়ী চাকুরি পেয়ে কর্মজীবন শুরু করেন।
এভাবে কয়েকটি বছর চলে যায়। পরবর্তীতে চট্টগ্রাম সরকারি কলেজ হতে ১৯৮৭ সালে উচ্চ মাধ্যমিক এবং ১৯৯০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে ওমরগনি এমইএস কলেজ হতে বিএ পাশ করেন।
প্রকাশিত গ্রন্থসমূহ:
জীবন তরী (২০১৯)
স্বপ্নকন্যা (২০১৯)
নিঃসঙ্গ নীরবতা (২০২০)
গল্পগ্রন্থ: একনদী ভালোবাসা (২০২১)
যৌথ কাব্য/গল্পগ্রন্থঃ
গল্পাঞ্জলি-২ (২০১৯)
যুক্তাঞ্জলি-৫ (২০২০ )
যুক্তাঞ্জলি-৬ (২০২১)

তথ্যসূত্র: .২০২৩ সালে প্রকাশিত   ’জীবন নদীর বাকে’   গ্রন্থ থেকে সংকলিত।