তাহেরা মোন্নাফ
প্রথম পাতা » জীবনী » তাহেরা মোন্নাফ
তাহেরা মোন্নাফ সমাজবাদী নারী জাগরন আন্দোলনের কবি হিসাবে তার পদচারনা। অতিষ্ঠ, অত্যাচারী, অনাহারী, অভাবগ্রস্থ, সকল মানুষের স্পন্দন নিয়ে ১৯৬৯ খ্রিষ্টাব্দে ১১ই নভেম্বার দুর্গাপুর ভারতে এক মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তার বাবা ছিলেন সরকারী এক চাকুরীজিবী। শৈশবকালে তার কবিতার প্রতি নিখাদ ভালবাসা কবিতার প্রতি আগ্রহী করে তোলে। সাহিত্যকে সে মনের আয়নার মত অলংকারে পরিনত করেছেন। তিনি ১৯৭৬ সালে ঢাকা চলে আসেন। ১৯৮২ সালে খিলগাঁও মডেল হাই স্কুল থেকে এস এস সি পাশ করেন। ১৯৮৪ সালে এইচ এস সি পাশ করেন সিদ্ধেশরী গার্লস কলেজ থেকে। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ “প্রিয় তোমার প্রেমে” ২০১৭ বেশ সাড়া ফেলে । তার লেখার অনুপ্রেরণায় কবির বড় সন্তান শেখ মহিউদ্দিন (খুলনা বটিয়াঘাটা এসি ল্যান্ড) এবং বড় ভাই শাহ আলমগির (পি আই বি মহাপরিচালক), এছাড়া পত্রিকা মানবজীবন, নীলকন্ঠ, ভোরের আলো, সপ্তডিঙ্গা তার নিয়মিত লেখা বের হয়ে থাকে। সমাজের মানুষের জন্য দেশের কল্যানে কবিতার সংস্কৃতির সাথে কাজ করে নিজেকে উৎসর্গ করাই কবির মনস্কামনা।
তথ্যসূত্র: .২০১৮ সালে প্রকাশিত ’তৃষিত নয়ন’ গ্রন্থ থেকে সংকলিত।