বাপ্পি সাহা

প্রথম পাতা » জীবনী » বাপ্পি সাহা


 বাপ্পি সাহা

বাপ্পি সাহা কবি, সম্পাদক ও কথাসাহিত্যিক। জন্ম ৫ জুলাই,ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের বিটঘর গ্রামে, শৈশব ও কৈশোর কাটে ঢাকার নিকটবর্তী নারায়ণগঞ্জ শহরে। বাপ্পি সাহা ছাত্রজীবন থেকেই কবিতা লেখা, সাংস্কৃতিক চর্চা, বইপড়া ও ফটোগ্রাফির প্রতি প্রবল আগ্রহ থেকেই বিভিন্ন অনুষ্ঠানে যাতায়াত, কবিতা পাঠ ও আলোচনায় নিয়মিত অংশগ্রহণ করেন। সেই সুবাদে তিনি সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠার জন্য উদ্যোগী হোন এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ কবিতা উৎসব, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। তিনি কবিয়াল ফাউন্ডেশনের কবিসংসদ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি । বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক। পাশাপাশি তিনি নিয়মিত কবিতা, গল্প, উপন্যাস ও প্রবন্ধ লেখার চর্চা করেন। বক্ষ্যমাণ গ্রন্থটি সেই চেষ্টার ফসল। বাপ্পি সাহা কবিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে নারায়ণগঞ্জ ও ঢাকায় প্রতি বছর সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা উৎসব ও মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ একটি প্রকাশনা (ম্যাগাজিন) প্রকাশ করেন। তিনি কলকাতা ঢাকা মৈত্রী পরিষদ এর পাঠাগার সম্পাদক।
প্রকাশিত গ্রন্থ :
রাঙ্গা প্রজাপতির ডানা (কবিতা ২০১৪), ছায়াদ্বীপ (গল্প ২০১৫), স্মৃতির ক্যানভাসে (কবিতা ২০১৬), বিষাদের খেয়া (কবিতা ২০১৭), বাপ্পি সাহা’র শত কবিতা (২০১৮), সৃষ্টিতার উষ্ণ চুম্বন (উপন্যাস ২০১৯), মুখোশের অন্তরালে (উপন্যাস ২০২০), সকলের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (২০২১), বাপ্পি সাহার একশো প্রেম কাব্যগ্রন্থ (২০২১)। সম্পাদিত গ্রন্থ : এক তর্জনীর স্বাধীনতা স্মারকগ্রন্থ (মুজিববর্ষ ২০২০) ও জনক।

তথ্যসূত্র: .২০২১  সালে প্রকাশিত, ‘সকলের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’  গ্রন্থ থেকে সংকলিত।