অবনী মোহন

প্রথম পাতা » জীবনী » অবনী মোহন


 অবনী মোহন

বরগুনা জেলার কুমড়াখালী গ্রামে ১৯৬৬ সালের ৯ই জানুয়ারী এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহন করেন । পাঁচ ভাই-বোনোর মধ্যে তিনি সবার ছোট । শুভ্রনীলের আকাশ, নদী, খাল, দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ, চারিদিকে সবুজের হাতছানি, নদীতে পাল তোলা নৌকা, মাঠে সোনালী ধানের শীষ, এমন প্রাকৃতিক পরিবেশে তাঁর শৈশব ও কৈশোর কেটেছে । তিনি ১৯৮২ সালে এস, এস, সি পরীক্ষায় ১ম বিভাগে উত্তীর্ণ হন এবং ১৯৮৪ সালে এইচ, এস, সি পরীক্ষায় ২য় বিবাগে উত্তীর্ণ হন। অতঃপর তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে প্রানীবিদ্যায় স্নাতোকোত্তর ডিগ্রী লাভ করেন । বর্তমানে সরকারের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অধীনে কর্মরত আছেন ।
শিশু কাল থেকেই প্রকৃতির প্রতি তাঁর গভীর আকর্ষণ ছিল, তাঁর ঋতু কেন্দ্রীক কবিতাগুলো মাতৃভূমির প্রতি গভীর মমত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত। পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক অসংগতিকে তিনি অত্যন্ত সু-নিপুন ভাবে ব্যঙ্গ বিদ্রুপ, হাস্য রসাত্মক (Satire) করে উপস্থাপন করে মুন্সিয়ানার স্বাক্ষর রেখেছেন । সমকালিন বিভিন্ন বিষয়ের উপর তাঁর লেখা কবিতা জাতীয় পত্রিকা, “দৈনিক সংবাদ” ও মাসিক শিশু কিশোর সাহিত্য সাময়ীকি “টইটম্বুর” ম্যাগাজিনে নিয়মিত প্রকাশিত হয়েছে ।
প্রকৃতির অপার সৌন্দর্য্য তাঁকে যেমন মুগ্ধ করে পাশাপাশি পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক বৈষম্যগুলো ও তাঁকে বেদনাহত করে । এ দু’য়ে প্রবল আকর্ষণেই তিনি লেখালেখির প্রতি আগ্রহী হয়ে উঠেছেন ।

  তথ্যসূত্র: ২০২১  সালে প্রকাশিত  ‘কাশফুলে দিগন্ত’   গ্রন্থ থেকে সংকলিত।