সানজিদা আক্তার
প্রথম পাতা » জীবনী » সানজিদা আক্তার
২০০৭ সালের ২২ জুন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। পিতা শাহাদাত হাওলাদার ও মাতা আঁখি আক্তারের দুই কন্যার মধ্যে তিনিই প্রথম । বর্তমানে কে এম লতীফ ইনস্টিটিউশনে অধ্যয়নরত রয়েছেন। কবিতা লেখার পাশাপাশি ছবি আঁকা তার শখ । রূপনেহারি কাব্যগ্রন্থটি তার প্রথম প্রকাশিত কবিতার বই।
তথ্যসূত্র: ২০২২ সালে প্রকাশিত ’রুপ নেহারি’ ’ গ্রন্থ থেকে সংকলিত।