সালেক আল মাহমুদ

প্রথম পাতা » জীবনী » সালেক আল মাহমুদ


 সালেক আল মাহমুদ
১৯৮৩ সালের ২৯ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে মার্কেটিং-এ এমবিএ করেছেন । তিনি একজন ধর্মতত্ত্ব লেখক এবং প্রাচীন ও মধ্যযুগীয় ধর্মীয় ইতিহাস অনুসন্ধিৎসু। তার প্রথম গ্রন্থ ‘এনহেদুয়ানা’ মেসোপটেমিয়ান জনগণের বহু ঈশ্বরবাদী ধর্মীয় ইতিহাস ।
স্ত্রী রুনা আক্তার এবং একমাত্র পুত্র নওরোজ আহমোসিস রাফান ।
বর্তমানে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।

তথ্যসূত্র .২০২২  সালে প্রকাশিত  এনহেদুয়ানা  গ্রন্থ থেকে সংকলিত।