এ্যাড. বাকীবিল্লাহ রশিদী

প্রথম পাতা » জীবনী » এ্যাড. বাকীবিল্লাহ রশিদী


এ্যাড. বাকীবিল্লাহ রশিদী

নাটোর, সিংড়া থানার বেলোয়া গ্রামের বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব মরহুম বজলুর রশিদ (বাস্তুল্লাহ) প্রামানিকের চতূর্থ এ্যাড. বাকীবিল্লাহ রশিদী কর্মজীবনে একজন সফল ও প্রতিষ্ঠিত ব্যক্তি। তিনি ২০১৪ সালে এল.এল.বি. পাশ করে আইনজীবি হিসেবে নাটোর জজ কোর্টে কর্মব্যস্ততার সুনিপুন জীবনে চর্চা করে যাচ্ছেন বাংলা সাহিত্যের ও গবেষণার। লেখক হিসেবে তিনি বাস্তবাতার আলোকে, জ্ঞানভিত্তিক ও আইন সংশ্লিষ্ট বিভিন্ন গ্রন্থ রচনা অব্যাহত রেখেছেন। লেখকের মা মোছাঃ জয়নব খাতুন পুত্রের লেখনীর উৎকর্ষতার জন্য প্রতিনিয়ত প্রার্থনা জানান সৃষ্টিকর্তার দরবারে। বড় ভাই মাওঃ মোঃ আঃ বারী রশিদী লেখকের লেখা অব্যাহত রাখার জন্য সর্বাত্মক উৎসাহ প্রদান করেন। “বাস্তবতার বার্তা” গন্থটি প্রত্যেক মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী

 তথ্যসূত্র: .২০২২  সালে প্রকাশিত  ‘বাস্তবতার বার্তা’  গ্রন্থ থেকে সংকলিত।