সজল কুমার চৌধুরী

প্রথম পাতা » জীবনী » সজল কুমার চৌধুরী


 সজল কুমার চৌধুরী

৩০ জুন ১৯৬৪ সালে তদানীন্তন সিলেট জেলা, বর্তমান সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার গোলামীপুর গ্রামে (চৌধুরী বাড়ী) সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা শিক্ষাবিদ প্রয়াত ললিত মোহন চৌধুরী ও মাতা চিন্ময়ী চৌধুরী। ছাত্রজীবন তথা উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর অধ্যায়নকালে ছাত্র রাজনীতির পাশাপাশি বঙ্গবন্ধু- স্বাধীনতা ও মানবতা নিয়ে সৃজনশীল লেখালেখির গোড়াপত্তন । আশির দশকের তুখোড় ছাত্রনেতা ও নব্বই গণঅভ্যুত্থানে মুজিবাদর্শের একনিষ্ঠ অগ্র সৈনিক হয়ে সিলেটের রাজপথে প্রশংসনীয় ভূমিকা পালন করেন। আপাদমস্তক একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতির মানুষ হিসেবে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে স্বচ্ছ রাজনীতি ও লেখনীর মাধ্যেমে বঙ্গবন্ধুর সোনার বাংলায় মানবিক সমাজ গড়ার লক্ষ্যে মানবতার কথা লিখে যাবেন এই অন্তর্দৃষ্টি সর্বদা পোষণ করেন ।