মনজুর এইচ

প্রথম পাতা » জীবনী » মনজুর এইচ


 মনজুর এইচ

প্রবল ইচ্ছাশক্তি আর আত্মবিশ্বাস মানুষকে নিয়ে যেতে পারে সফলতার চূড়ায়। মনজুর এইচ এর লেখনিতে এই বিষয়টি মূলত উঠে এসেছে। তার জন্ম ৩রা ডিসেম্বর ১৯৮২ সনে রংপুর বিভাগে। কৈশোরে পড়াশুনার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গণে কৃতিত্বের পরিচয় দেন তিনি। আবৃত্তি, উপস্থিত ও নির্ধারিত বক্তৃতা, গীটার বাজানো প্রতিযোগিতায় অসংখ্য পুরস্কার পান। স্কুল টিভি বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা এবং পরবর্তিতে রাঃবিঃ এর জিওলজিকাল ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট হন। পাশাপাশি বিজ্ঞান মেলায় একাধিকবার প্রথম পুরষ্কার অর্জন করেন। তিনি প্রথম উত্তরবঙ্গ বিতর্ক উৎসবের আহ্বায়ক ছিলেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক ও চাকরি বিষয়ক কর্মশালা পরিচালনা করেন। তিনি প্রফেশনাল ডিবেট ফোরামের প্রেসিডেন্ট। ২০০৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করে পারটেক্স ডেনিমের মার্কেটিং ডিপার্টমেন্ট এ কর্মজীবনের সূচনা করেন। এরপর ২০০৮ সালে হামীম ডেনিমের মার্কেটিং ডিপার্টমেন্ট এ যোগ দেন। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল মার্কেটিং ডিভিশনে ব্যবস্থাপক হিসেবে কর্মরত। তার পিতা মো: সেকেন্দার আলী অবসরপ্রাপ্ত শিক্ষক (শিক্ষকতায় জাতীয় পর্যায়ে স্বর্ণপদকপ্রাপ্ত)। মাতা মনসুরা রহমান শিক্ষকতা পেশায় রয়েছেন। দুই ভাই এর মধ্যে তিনি ছোট। বড় ভাই মাহমুদ হাসান রাসেল একজন উন্নয়ন কর্মী। তার নানী মরহুমা ফজিলাতুন্নেছা বুলু সমাজসেবায় জাতীয় পর্যায়ে স্বর্ণপদক পেয়েছিলেন।