আমিরুন নেছা

প্রথম পাতা » জীবনী » আমিরুন নেছা


 আমিরুন নেছা

আমিরুন নেছার নিবাস বরিশালে। জন্য ঢাকার আজিমপুরে- ১ জানুয়ারি ১৯৫৮। বাবা মোহাম্মদ ইছমাইল দেশ বিভাগের পর ঢাকার সচিবালয়ে যোগদান করেন এবং সহকারী সচিব হিসেবে ১৯৭৬ সালে অবসরে যান। ১৯৯৬ সালে ২২ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। একসময় কলকাতার রাইটার্স বিল্ডিং-এ চাকরি করতেন। তাঁর মা- চাঁদ সুলতানা। একজন গৃহিনী। আমিরুন নেছা- তিন ভাই ও তিন বোনের মধ্যে সর্বকনিষ্ঠ ।লেখাপড়া ঢাকায়। আজিমপুর গালর্স হাই স্কুল থেকে এসএসসি এবং ইডেন মহিলা কলেজ থেকে এইচএসসি ও বিএ পাশ করেন । তিনি একজন গৃহিনী। স্কুল জীবনে আর্ট করতেন। গান গাইতেন। ভালো নাচতেন। কবিতা আবৃত্তি ছিল তাঁর একটি বড় শখ। আবৃত্তিতে অনেক পুরস্কার পেয়েছেন। তিনি অত্যন্ত বন্ধুবৎসল এবং বন্ধুদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখেন। স্কুলের বন্ধুদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন- শেখ রেহানা, সরকারের সচিব দিলরুবা, সাংবাদিক মুসা সাহেবের মেয়ে রুমা, আবদুল মালেক উকিলের মেয়ে রুবি’র নাম উল্লেখযোগ্য । তিনি কলেজ জীবনেই বিবাহবন্ধনে আবদ্ধ হন। স্বামী মো. হাবিবুর রহমান বিসিএস ইকনোমিক ক্যাডারের সদস্য এবং অবসর পূর্ব সময়ে ডিভিশনাল চিফ ছিলেন । তাঁর বড় ছেলে মো. মোস্তাফিজুর রহমান সোহেল - ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক এবং পুত্রবধূ জাকিয়া বেগম সোহেলী একই কলেজের সহকারী অধ্যাপিকা। তাঁর মেঝো ছেলে মাহবুবুর রহমান বিসিএস সড়ক ও জনপদ ক্যাডারের সদস্য এবং বর্তমানে নির্বাহী প্রকৌশলী হিসেবে সড়ক ও জনপথে কর্মরত। মেঝো ছেলের সহধর্মিনী ডা. রিদওয়ানা মেহের মান্না- আলমানার হাসপাতালের মেডিকেল অফিসার। ছোট ছেলে মো. মাসুদুর রহমান পাভেল- একজন কোরআনে হাফেজ। ছোট বৌমা কাজী আসমা গৃহিনী । তিনি তাহমিদ জারিফ ইমাদ, মো. রুহাইম রহমান আসফাক এবং রুমাইসা মেহেরিন আদিনা ও রাহিল মাহির আয়হান-এর দাদি।আমিরুন নেছা একজন ‘রত্নগর্ভা’ মা। তিনি ২০১২ সালে আজাদ প্রোডাক্ট কর্তৃক ‘রত্নগর্ভা’ পদক লাভ করেন।
তথ্যসূত্র: .২০২৯  সালে প্রকাশিত  ‘মন ময়ুরী’  গ্রন্থ থেকে সংকলিত।