মোঃ সাইফুল ইসলাম নাদিম
প্রথম পাতা » জীবনী » মোঃ সাইফুল ইসলাম নাদিমপিতা মোঃ আব্দুল হাই মোল্লা, দাদা মৃত খবির উদ্দিন মোল্লা, নানা মৃত আব্দুল হক তালুকদার, মাতা জনাবা শিরিন আক্তার-এর কনিষ্ঠ পুত্র। তিনি ১৯৮৭ ইংরেজি সনের ১৭ ইং আগস্ট বরিশাল জেলার উজিরপুর থানার ৭ নং বামরাইল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড হস্তিশুন্ড গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি কবিতা আবৃত্তি, কবিতা লেখা ভীষণ পছন্দ করেন। ইতিমধ্যে ‘জাতীয় কবি পরিষদ’ থেকে কবির দুইটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে। ১. ধূলিময় শহর ২. সন্ধ্যা নামার আগে। তিনি হস্তিশুন্ড এইচ.এম. ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে ০৫.০৫.২০০৬ ইংরেজি সালের বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করেন। তিনি পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রকাশিত ‘ডিটেকটিভ’ ম্যাগাজিনে লেখালেখি করেন। তিনি ২০১৮ সালে ‘মহানায়ক’ কবিতা লিখে পুরস্কৃত হয়েছেন এবং ২০১৯ সালে ‘তুমি স্বাধীনতা এনে দিলে’ কবিতাটি লিখে পুরস্কার প্রাপ্ত হয়েছেন। তিনি পুলিশ বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার কাজ করেছেন জেলা গোয়েন্দা শাখা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি রেপিট একশন ব্যাটালিয়ন এবং থানা ফাঁড়ি কোর্টে কাজ করেছেন। তিনি বাংলাদেশ পুলিশ আইজিপি ভলিবল টিমের একজন ভালো ভলি প্লেয়ার ছিলেন। তিনি বর্তমানে ঝালকাঠি জেলায় কর্মরত আছেন। কবি ব্যক্তিগত জীবনে দুই কন্যা সন্তানের জনক। ১. মোসাম্মৎ স্নিগ্ধা ইসলাম মহাসেনা ২. কনিষ্ঠ কন্যা শ্রেয়া ইসলাম শরিফা, স্ত্রী মুক্তা ইসলামকে নিয়ে কর্মস্থলে সপরিবারে বসবাস করেন। পিতা মোহাম্মদ আব্দুল হাই মোল্লা, মাতা মোসাম্মৎ শিরিন আক্তারের কনিষ্ঠ পুত্র। মোল্লা পরিবারে জন্মগ্রহণ করেন। কবি দুস্থ অসহায় মানুষের সেবামূলক সংগঠন ‘শাপলা’ সংগঠনে যুগ্মসাধারণ সম্পাদক পদে নিযুক্ত রয়েছেন। এবার তার সম্পাদনা বের হল কাব্য সংকলন ‘স্বপ্নতরী’