খোরশেদ আলম বিপ্লব

প্রথম পাতা » জীবনী » খোরশেদ আলম বিপ্লব


 খোরশেদ আলম বিপ্লব

জন্ম: চাঁদপুর জেলার মতলব উপজেলার ১০ নং পূর্ব ফতেপুর ইউনিয়নের সিপাই কান্দি গ্রামে । তাঁর পিতা আবদুল জলিল, মাতা- মোমেনা খাতুন। তিনি দুই ভাই দুই বোনের মধ্যে সর্বকনিষ্ঠ।
ছোটবেলা থেকে তিনি লেখালেখির পাশাপাশি গান, নাটক বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। ইতোমধ্যে তাঁর রচিত মঞ্চ নাটক ‘ঘুন ধরা সমাজ’ মালয়েশিয়াস্থ জহুর প্রদেশের মুয়ার নামক স্থানে প্রবাসীদের সক্রিয় উদ্যোগ এবং সমন্বয়ে মঞ্চায়িত হয়। যা প্রবাসী মহলে ব্যাপক ভূয়সী প্রসংশা লাভ করে ।
বর্তমানে তিনি ঢাকাস্থ একটি প্রাইভেট কোম্পানীতে কর্মরত আছেন।
লেখকের প্রকাশিত উপন্যাস ও কাব্যগ্রন্থ- ‘শেষ বিদায়ের অশ্রু’ (উপন্যাস) ২০০৩, ‘চতুরঙ্গ প্রেমের ঢেউ’ (কাব্যগ্রন্থ) ২০০৪, ‘রক্তে ভেজা শার্ট’ (কাব্যগ্রন্থ) ২০২০, ‘লাল চুড়ি (উপন্যাস)’ ২০২১, ‘বিশ্বাসে অপেক্ষা’ (গল্প সংকলন) ২০২২, ‘আত্মোপলব্দি’ (প্রবন্ধ) ২০২২।
প্রকাশিতব্য— ‘স্বপ্ন বিলাস’ (কাব্যগ্রন্থ), ছেঁড়া পাঞ্জাবি’, ‘রূপার স্বপ্ন’ (উপন্যাস)।

তথ্যসূত্র: .২০২৩ সালে প্রকাশিত  ‘বান ডাকা জল’ গ্রন্থ থেকে সংকলিত।